Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বাংলাদেশিরা এখন শ্রীলঙ্কার ভক্ত, উপভোগ করছেন শানাকারা

345
[publishpress_authors_box]

শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সম্পর্কটা অম্লমধুর বাংলাদেশের। দুই দেশের লড়াইয়ের পরিচিতি এখন ‘নাগিন ডার্বি’! ২০১৮ সালের নিদাহাস ট্রফির ফাইনালের পর থেকে এমন নামকরণ। এরপর তাতে যোগ হয়েছে ম্যাথুজের টাইমড আউট আর মুশফিকদের সিলেটে ঘড়ি দেখিয়ে উদযাপন!

তিক্ততা থাকলেও আজ বাংলাদেশি ভক্তরা প্রার্থনা করবেন শ্রীলঙ্কার জয়েরই। কারণ আজ আফগানিস্তানকে হারাতে পারলে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরে যাবে লঙ্কানরা। আর আফগানরা জিতে গেলে কপাল পুড়তে পারে বাংলাদেশের।

‘জেগে ওঠো লঙ্কান সিংহরা’ লিখে এসএলসির অফিশিয়াল ফেসবুক পেজে এখন মন্তব্য করছেন অনেকেই। তারা যে বাংলাদেশের সমর্থক, সেটা বোঝা গেছে বাংলাদেশের পতাকার ইমোজিতে। বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা যে শ্রীলঙ্কাকে শুভকামনা জানাচ্ছেন সেটা উপভোগ করছে লঙ্কান বোর্ডও। সেটা আজ এসএলসি স্টোরিতেও দিয়েছে।

বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা যে শ্রীলঙ্কাকে শুভকামনা জানিয়েছেন, সেটা এসএলসি স্টোরিতে দিয়েছে।

বাংলাদেশ জাতীয় দল অবশ্য আবুধাবি থেকে চলে গেছে দুবাইয়ে। শ্রীলঙ্কা-আফগান ম্যাচটা তারা দেখবে ১৫০ কিলোমিটার দূরের দুবাই শহরে বসে। কারণ সুপার ফোরে গেলে এই শহরেই খেলা হবে বাংলাদেশের ম্যাচগুলো। আগামীকাল তারা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের পথ ধরবে, নাকি আইসিসি একাডেমি মাঠে অনুশীলনে নামবে, সেটা জানা যাবে ম্যাচ শেষেই।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার পয়েন্ট ৪। রানরেটের (‍+১.৫৪৬) কারণে লঙ্কানরা শীর্ষে। দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। তবে আফগানিস্তানের পয়েন্ট ২ হলেও তাদের নেট রানরেট ট ‍+২.১৫। গ্রুপের অপর দল হংকং কোনো ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আজ হারলে বিদায় নিবে আফগানিস্তানও। আর তাহলেই কপাল খুলবে বাংলাদেশের। এজন্যই লঙ্কানদের জয় চাইছেন বাংলাদেশি ভক্তরা।

আফগানিস্তানকে হারানোর কথাই বলেছেন শানাকা।

এটা উপভোগ করছেন লঙ্কান তারকা দাসুন শানাকাও। শানাকা বলেছেন, ‘‘দেখুন, প্রতিটি খেলাই আমাদের জন্য একটি বড় খেলা, এবং প্রতিটি দিনই আমাদের জন্য একটি বড় দিন যখন আমরা মাঠে যাই। তবে বাংলাদেশের ভক্তরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে। অবশ্যই আমরা জয়ের জন্য খেলব।’’

আফগানিস্তানের গুলবাদিন নাইব অবশ্য সংবাদ সম্মেলনে দাবি করেছেন আফগানিস্তানের চেয়ে শ্রীলঙ্কা বেশি চাপে থাকবে। তিনি বললেন, ‘‘আমরা এসব টুর্নামেন্ট খেলে এখন অভ্যস্ত। কোনো চাপ নেই। হ্যাঁ, শ্রীলঙ্কা ভালো দল। তারা জিততে চাইবে। আপনি যদি ভাবেন আমরা চাপে আছি, শ্রীলঙ্কাও কিন্তু চাপে। তারা ২টা ম্যাচ জিতেছে, একটা বাকি আছে। আমরা একটা হেরেছি আর একটা জিতেছি। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আপনি যখন পেশাদার ক্রিকেট খেলবেন তখন প্রত্যেকটা দিনই কঠিন।’’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত