Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

‘ফাইনাল’ জিতে ইতিহাস বদলানোর অভিযান শান্তদের

sh-hatu
[publishpress_authors_box]
সিলেট থেকে
সিলেট থেকে

অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সিরিজে থাকে অ্যাশেজের উত্তাপ। ভারত-পাকিস্তান মুখোমুখি হলে সেই দ্বৈরথও পায় ভিন্ন মাত্রা। এতটা উঁচুতে এখনও পৌঁছেনি বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ। তবে ঝাঁঝটা বাড়ছে ঠিকই।

সিলেটে তিন ম্যাচ সিরিজে আজ (শনিবার) শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। খেলা শুরু হবে বিকেল ৩টায়, দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

এটা পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। রুদ্ধশ্বাস প্রথম ম্যাচ ৩ রানে জিতেছিল শ্রীলঙ্কা। তাদের ২০৬ রানের জবাবে জাকের আলী ও মাহমুদউল্লার বীরত্বে বাংলাদেশ করে ২০৩।

দ্বিতীয় ম্যাচে প্রবল ভাবে ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর দল। লঙ্কানদের ১৬৫ রানে বেঁধে জয় পায় ৮ উইকেটে। শেষ ম্যাচটা তাই যারা জিতবে ২-১’এ নিশ্চিত করবে সিরিজ। সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিই জানিয়ে গেছেন জয়ের আত্মবিশ্বাস থাকার কথা।

বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আগে কখনও টি-টোয়েন্টি সিরিজ জিতেনি শ্রীলঙ্কার বিপক্ষে। এতদিন অবশ্য তিন ম্যাচের সিরিজও খেলেনি। আগের চারটি সিরিজ ছিল দ্বিপক্ষীয়। প্রথমবার খেলা ত্রিদেশীয় সিরিজ জিতে কি ইতিহাস বদলাতে পারবে নাজমুল হোসেন শান্তর দল? দ্বিতীয় ম্যাচ জিতে শান্তই বলেছিলেন, ‘‘আমি টস না, ম্যাচটা জিততে চাই।’’

বাংলাদেশি কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বললেন একই কথা, ‘‘হ্যাঁ, আমরা এমন কিছুর সামনে দাঁড়িয়ে যা আগে করতে পারিনি। ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে। নিজেদের শতভাগ দিয়ে ম্যাচ জিততে চাাই। দিনের বেলায় খেলা তাই কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা গেমপ্ল্যান বাস্তবায়ন করতে পারলে সিরিজ জিততে পারব।’’

ম্যাচের এই পরিকল্পনা নিয়েই অধিনায়ক শান্তর সঙ্গে ২৫ মিনিটের বেশি কাল (শুক্রবার) মাঠে এক জায়গায় দাঁড়িয়ে আলোচনা করেছেন হাথুরুসিংহে। তাহলে কি একাদশে বদল চান তিনি? শ্রীলঙ্কার একাধিক ডানহাতি ব্যাটার থাকায় কি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট?

এমন প্রশ্নে হাথুরুসিংহে জানালেন, ‘‘শ্রীলঙ্কা মনে হয় দুইজন বাঁহাতি খেলিয়েছে। তার মানে দলে অনেক ডানহাতি। আপনাকে কে বলল তাইজুল শুধু ডানহাতিদেরই বল করতে পারে? সে ভালো হলে সবার বিপক্ষে ভালো। আমরা নিজেদের সেরা কম্বিনেশন মাঠে নামাচ্ছি।’’

শ্রীলঙ্কা চাইলেও সেরা কম্বিনেশন নামাতে পারছে না। কারণ চোটের জন্য ছিটকে গেছেন মাথিশা পাথিরানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করা এই পেসার ডেথ ওভারে যে কোনও দলের মাথা ব্যথার কারণ। চেন্নাইকে গতবার আইপিএলও জিতিয়েছেন ডেথ ওভারে দারুণ বল করে। তাকে এই ম্যাচে মিস করবে লঙ্কানরা।

 তবে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তান সিরিজে আম্পায়ারকে ‘অন্য চাকরি’ খুঁজতে বলে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই তারকা। তাকে পাওয়াটা বাড়তি শক্তিই যোগ করবে লঙ্কান দলে।

দ্বিপক্ষীয় সিরিজে প্রথম ম্যাচ হেরেও বাজিমাতের অতীত আছে বাংলাদেশের। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজ জিতে ২-১’এ। সিলেটে এর পুনরাবৃত্তি কি করতে পারবে শান্তর দল?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত