Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বিমানবন্দরে বিড়ম্বনায় শান্তরা, আবার বিতর্কে সাকিব

৫৪
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আইসিসির অব্যবস্থাপনা নিয়ে লিখিত অভিযোগই করেছে শ্রীলঙ্কা। বিমান পেতে ৬-৭ ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে হয়েছিল বলে ক্ষুব্ধ তারা। এবার একই রকম বিড়ম্বনায় পড়লেন বাংলাদেশি ক্রিকেটাররা। নিউ ইয়র্ক থেকে সেন্ট ভিনসেন্টে যেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষেই নাজমুল হোসেন শান্তরা যান বিমানবন্দরে।

স্থানীয় সময় বিকেল চারটায় ক্রিকেটাররা টিম বাসে যান বিমানবন্দরে। আধা ঘণ্টার মধ্যে পৌঁছানোর পর শুরু অপেক্ষার। বিমান কখন ছাড়বে বলতে পারছিলেন না কেউ। অবশেষে সেন্ট ভিনসেন্টগামী বিমান ছাড়ে রাত সোয়া ৯টায়।

এরপর প্রায় পাঁচ ঘণ্টার ফ্লাইট। ক্রিকেটাররা সেন্ট ভিনসেন্টে পৌঁছেছেন প্রায় ভোরে। সেখান থেকে হোটেলে যেতে লেগেছে আরও কিছুটা সময়। তাই আজ নির্ধারিত অনুশীলন বাতিল করেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সঙ্গে একই বিমানে সেন্ট ভিনসেন্ট এসেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও। তাদের সঙ্গে পরিবারের সদস্যরা থাকায় এইডেন মারক্রামের দলের ভোগান্তিটা হয়েছে বেশি।

এদিকে আবারও বিতর্কে জড়িয়েছেন সাকিব আল হাসান। পরিবারকে বিদায় জানানোর সময় টিম বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের কয়েকজন সাংবাদিক। সাকিবের মনে হয়েছিল সাংবাদিকদের একজন তার ও পরিবারের সদস্যদের ভিডিও করেছেন।

এরপর সেই সন্দেহভাজন সাংবাদিকের হাত থেকে মোবাইলটা কেড়ে নেন তিনি। সেই সাংবাদিক অস্বীকার করার পরও শুনেননি তিনি। সাকিব মোবাইল তুলে দেন সামনে থাকা এক নিরাপত্তাকর্মীর হাতে। পাশাপাশি জানান অনুমতি না নিয়ে ভিডিও অভিযোগ। পরে অবশ্য সেই সাংবাদিককে ফিরিয়ে দেয়া হয় তার মোবাইল।

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন মুখোমুখি হবে নেপালের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত