Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

রবি না ভারত পুলিশ, সত্য গোপন করছেন কে?

কানপুর টেস্ট চলাকালীন ভারতীয়দের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন টাইগার রবি। ছবি: এক্স
কানপুর টেস্ট চলাকালীন ভারতীয়দের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন টাইগার রবি। ছবি: এক্স
[publishpress_authors_box]

বাংলাদেশ-ভারতের কানপুর টেস্ট পণ্ড করে দেওয়ার হুমকি ছিল অখিল ভারত হিন্দু মহাসভা নামের একটি সংগঠনের। তাতে দ্বিতীয় টেস্ট নিয়ে এমনিতেই আলোচনা ছিল। নিরাপত্তা ছিল জোরদার। অতিরিক্ত পুলিশ সদস্য ও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করেছিল উত্তর প্রদেশ পুলিশ। তবে এ সংক্রান্ত কিংবা ক্রিকেটীয় বিষয় নয়, কানপুর টেস্টের প্রথম দিন আলোচনায় উঠে আসে- ভারতীয়দের বিরুদ্ধে এক বাংলাদেশি সমর্থকের মারধরের অভিযোগ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশের ইনিংসে লাঞ্চের সময়ের ঘটনা। গ্যালারি থেকে নেমে আসার পথে পেছন থেকে ভারতীয় দর্শকের ঘুষিতে পড়ে যাওয়ার অভিযোগ করেন বাংলাদেশ থেকে খেলা দেখতে যাওয়া সমর্থক রবিউল ইসলাম রবি। যিনি ‘টাইগার রবি’ নামেই বেশি পরিচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাটিতে পড়ে আছেন রবি। তাকে ধরাধরি করে পুলিশ ও স্টেডিয়ামের লিঁয়াজো অফিসাররা স্টেডিয়ামের ভেতরে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একদিনের চিকিৎসায় রবি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু তার অভিযোগ নিয়ে ধোঁয়াশা কাটছে না।

শনিবার (২৮ সেপ্টেম্বর) স্টেডিয়ামের নিরাপত্তায় নিয়োজিত এসিপি অভিষেক পান্ডে সংবাদ মাধ্যমে বলেছেন, “পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে যান। পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনও সমর্থক আঘাত করেনি।”

স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজেও মারধরের কিছু দেখা যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

এদিকে একদিন পর হাসপাতাল থেকে রবি তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে এই সমর্থককে বলতে দেখা যায়, “আমি স্টেডিয়ামের ২ নম্বর গেট দিয়ে নিচে নামার সময়, পেছন থেকে পিঠে ঘুষি মারে একজন। আমি তখন মাটিতে পড়ে যাই। অনেক সংবাদ মাধ্যম আমার আঘাত পাওয়াকে গুজব বলছে, এটা সত্য নয়।”

সিরিজ কভার করতে ভারতে যাওয়া বাংলাদেশি সংবাদিকদের দিকে আঙুল তুলেছেন রবি। পাশাপাশি ওই ভিডিওতে একজন সাংবাদিকের নাম প্রকাশ্যে এনে তাকেও বিব্রত অবস্থায় ফেলেছেন এই সমর্থক। ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

এদিকে মারধরের অভিযোগ তোলা রবি সঠিকভাবে বলতে পারছেন না, কে আসলে ঘুষি মেরেছে তাকে। তবে ভিডিও বার্তার একটি অংশে জানিয়েছেন, যে তাকে ঘুষি মেরেছে, ওই ভারতীয় তার কাছে ক্ষমা চেয়েছেন। আবার আরেক জায়গায় রবি বলেছেন, একাধিক মানুষ তাকে পেছন থেকে ঘুষি মেরেছেন। তার কোন তথ্য আসলে সঠিক?

এ কারণেই ক্রিকেট মহলের অনেকে এখানে অন্যকিছুর গন্ধ পাচ্ছেন। অনেকেরই সন্দেহ, এই সিরিজে নিজের স্পন্সর প্রতিষ্ঠান নগদ-কে সামনে আনতেই এমনটা করেছেন রবি!

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত