Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

সাকিবের উপর প্রথম বল থেকে চড়াও হবে অস্ট্রেলিয়া : তামিম

4444444444
[publishpress_authors_box]

অস্ট্রেলিয়াকে কখনও বিশ্বকাপে হারাতে পারেনি বাংলাদেশ। সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটের প্রথম ম্যাচ বাংলাদেশের। কাল সকালে হতে যাওয়া ম্যাচের আগে ক্রিকইনফোর টাইমআউট অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল কিছু পরামর্শ দিলেন বাংলাদেশকে।

ম্যাচে ভালো করতে শুরুতেই উইকেট নিতে হবে বলে মনে করেন তামিম ইকবাল, ‘‘ অস্ট্রেলিয়া দারুণ ক্রিকেট খেলেছে। বাংলাদেশের দরকার শুরুতেই উইকেট, বিশেষ করে দুই ওপেনারের উইকেট। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড খুবই আক্রমণাত্মক। এই ম্যাচে ইমপ্যাক্ট ফেলতে দুজনকেই দ্রুত ফেরাতে হবে বাংলাদেশের।’’

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ১২ উইকেট আফগানিস্তানের ফজলহক ফারুকির। বাংলাদেশের তানজিম হাসান সাকিব পাওয়ার প্লেতে নিয়েছেন সর্বোচ্চ ৭ উইকেট। অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফেরাতে তিনিই বাংলাদেশের সেরা বাজি। তবে অস্ট্রেলিয়ানরা সবসময় পাল্টা আক্রমণে গুঁড়িয়ে দিতে চায় বিপক্ষের শক্তির জায়গাটা।

এজন্যই তানজিম হাসান সাকিবকে সতর্ক করে তামিম বললেন, ‘‘অস্ট্রেলিয়ার ব্যাপারটা আলাদা। ওরা প্রথম বল থেকেই সাকিবের উপর চড়াও হতে চাইবে। চেষ্টা করবে ওর লাইন-লেন্থ নষ্ট করতে। এটাই ওর জন্য উদ্বেগের হতে পারে। একই সাথে এটা ওরে জন্য উইকেট পাওয়ার সুযোগও তৈরি করবে।’’

তামিম আরও যোগ করেন, ‘‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে জানি ওরা তানজিমের উপর চড়াও হবেই। তবে তানজিমকে নিজের কাজটা করে যেতে হবে। কয়েকটা বাউন্ডারি হলেও ধৈর্য রাখতে হবে, যেমনটা ও রেখেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কুইন্টন ডি কক ওকে টানা চার ও ছক্কা মেরেছিল। এরপর তানজিমই ওর উইকেট নিয়েছে। একই মানসিকতায় অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে হবে ওকে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত