পাকিস্তান সফর শেষ করে ভারতের বিপক্ষে কঠিন সিরিজে নামতে হবে বাংলাদেশ দলকে। আরও আগেই সিরিজটির ভেন্যু ও সূচি নিশ্চিত হয়েছে। কিন্তু ধর্মশালা স্টেডিয়ামের সংস্কার কাজের জন্য একটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যুতে পরিবর্তন এসেছে।
৬ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। গতকাল এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে ম্যাচটি হবে গোয়ালিয়রে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ধর্মশালা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কার কাজ করছে বলে এই পরিবর্তন।
পাকিস্তানে দুই টেস্টের সিরিজ শেষ করে সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট। ২৭ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় টি–টোয়েন্টি ম্যাচ দুটি হবে দিল্লি ও হায়দরাবাদে।
গোয়ালিয়রের ম্যাচ দিয়ে ভারতের এই স্টেডিয়ামের ইতিহাসের অংশ হবে বাংলাদেশ দল। নবনির্মিত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি।
২০১০ সালে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর গোয়ালিয়র শহরে এটাই হবে প্রথম আন্তর্জাতিক লড়াই। ১৪ বছর আগের সেই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে দ্বিশতক করেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।