অবিশ্বাস্য, ঐতিহাসিক নাকি রূপকথা? পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে গিয়ে দাপট দেখিয়ে এল বাংলাদেশ। প্রতিটা বিভাগে পাকিস্তানকে পেছনে ফেলে টেস্ট সিরিজ জিতল ২-০’তে।
এ নিয়ে টেস্টে বাংলাদেশ সিরিজ জিতল ৫টা। শুরুটা সেই ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানের জয় দিয়ে। এরপর ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ (২-০), ২০১৪ সালে জিম্বাবুয়ে (৩-০), ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ (২-০) আর এবার পাকিস্তানের (২-০) বিপক্ষে।
পাকিস্তান জয় নিশ্চয়ই রাতারাতি হয়নি। এজন্য রয়েছে পর্যাপ্ত পরিকল্পনা আর কঠোর পরিশ্রম। পাকিস্তানে প্রথমবার টেস্ট ও সিরিজ জয়ের এমন ৫টা কারণ দেখে নেওয়া যাক।
১ টেস্টের গুরুত্ব
বাংলাদেশে খেলার চেয়ে ধূলাটা হয় বেশি। অযাচিতভাবে যার যেখানে হস্তক্ষেপের কথা না, সেখানে এসে মতামত জানিয়ে যান তিনি! ক্রিকেটে তো আরও বেশি। দেশের সবচেয়ে জনপ্রিয় এই খেলায় একাদশ গঠন নিয়েও মতামত নেওয়া হত সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের!
পাকিস্তান সফরের আগে বিশ্বকাপের বাইরে থাকা ক্রিকেটাররা সিলেট ও চট্টগ্রামে দীর্ঘ আড়াই মাসের টাইগার্স ক্যাম্প করেন। সঙ্গে ছিলেন স্থানীয় কোচরা। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের মাটিতে অনুশীলন করাই কঠিন হয়ে পড়েছিল। তাই ক্রিকেটাররা আগেভাগে চলে যান পাকিস্তানে। সেখানে পর্যাপ্ত অনুশীলন করেছেন সবাই। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সবার মনোযোগ ছিল ক্রিকেটে। এর বাইরে বোর্ডে কি হচ্ছে, কারা আসছেন-কারা যাচ্ছেন, এ নিয়ে মাথা ঘামানোরও সুযোগ ছিল না কারও। সব মনোযোগ খেলায় থাকায় সেরাটা দিতে পেরেছেন সবাই।
বাংলাদেশিদের এই প্রস্তুতি নিয়ে পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ বলেছেন, ‘‘ বাংলাদেশের ক্রিকেটাররা পাকিস্তানে অনুশীলন সেরেছে। ওদের নিজেদের দেশের অবস্থাও ভালো নয়। তারা ভালোবেসে আপনাকে বলে গেল, আমি তোমাকে ভালোবাসি। আপনাকে সিরিজে হোয়াইটওয়াশ করেও চলে গেল।’’
তাছাড়া দীর্ঘদিন তিন সংস্করণের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তি ছিল একটিই। নতুন চুক্তিতে তিন ফরম্যাটে করা হয়েছে তিন রকম অঙ্কে। টেস্টের ম্যাচ ফি বেড়ে এখন হয়েছে ৬ লাখ টাকা, ওয়ানডেতে ৩ লাখ ও টি- ২ লাখ টাকা করে। বাংলাদেশ যে টেস্টেকে গুরুত্ব দিচ্ছে এটা তার প্রমাণ। এসবও বড় প্রভাব রেখেছে গত কিছুদিনে দলের টেস্ট পারফর্ম্যান্সে।
২ ইতিবাচক ব্যাটিং
বাংলাদেশের ব্যর্থতার বড় দায় ব্যাটারদেরই। চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে যায় ব্যাটিং। এবার সেটা হয়নি। প্রথম টেস্টে পাকিস্তান বড় স্কোর করে ইনিংস ঘোষণার পর ঘাবড়ে যায়নি বাংলাদেশ। জবাবে তারা করেছে ৫০০’র বেশি স্কোর।
মুশফিকুর রহিম ৮ ঘণ্টার বেশি ক্রিজে থেকে খেলেন ১৯১ রানের ইনিংস। মেহেদী হাসান মিরাজ ৮ নম্বরে নেমে দুই টেস্টেই করেছিলেন ফিফটি। দ্বিতীয় টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর লিটন দাসের সঙ্গে মেহেদী হাসান মিরাজের ১৬৫ রানের সপ্তম উইকেট জুটিতে ঘুরে গেছে ম্যাচের চাকা। সিরিজ জুড়েই ভরসা জুগিয়ে গেছে মিডলঅর্ডার।
ওপেনার সাদমান ইসলাম প্রথম টেস্টে ৯১ রানের ইনিংস খেলে ছড়িয়ে দেন আত্মবিশ্বাস। দ্বিতীয় টেস্টে রান তাড়ায় শুরু থেকেই ওয়ানডের মতো ব্যাটিং করে চাপ কমিয়ে দেন আরেক ওপেনার জাকির হাসান।
৩ নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব
অধিনায়ক হওয়ার পর ব্যাটে ধার কমেছে নাজমুল হোসেন শান্তর। তবে অধিনায়কত্বের নম্বর দিতে হলে ১০-এ ১০ পাবেন তিনি। কখন কোন বোলারদের বল দিতে হবে ভালোভাবে জানতেন তিনি। গতির ঝড় তোলার পর স্পিনারদের এনে ভড়কে দেওয়া, ফিল্ড প্লেসিং আর সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে আনার বেলায় অসাধারণ ছিলেন শান্ত।
৬ টেস্টে নেতৃত্ব দিয়ে শান্ত জিতিয়েছেন ৩টি, হার ৩টিতে। বাংলাদেশের অন্যতম সফল টেস্ট অধিনায়ক এখন তিনিই।
৪ শক্তিশালী পেস আক্রমণ
দলের সেরা টেস্ট পেসার এবাদত হোসেন ইনজুরিতে দীর্ঘদিন। নিয়মিত খেলা আরেক পেসার খালেদ আহমেদকেও সুযোগ দেওয়া হয়নি একাদশে। আর দ্বিতীয় টেস্টের আগে ইনজুরিতে পরেন শরিফুল ইসলাম।
তারপরও বাংলাদেশের পেসাররা বুঝতে দেননি কারও অভাব। ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করে পাকিস্তানি ব্যাটারদের ভড়কে দিয়েছেন নাহিদ রানা।
হাসান মাহমুদ আদায় করেছেন সুইং। অভিজ্ঞ তাসকিন আহমেদ সাহস জুগিয়ে গেছেন তরুণ সতীর্থদের। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০ উইকেটই নেন বাংলাদেশের পেসাররা। টেস্ট ইতিহাসে এমন কীর্তি এবারই প্রথম করেছেন বাংলাদেশের পেসাররা।
৫ স্পিনারদের যুগলবন্দি
রাওয়ালপিন্ডির উইকেট বুঝতে না পেরে প্রথম টেস্টে বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি পাকিস্তান। সেই উইকেটে মেহেদী হাসান মিরাজ দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও নিয়েছেন ৫ উইকেট।
আরেক স্পিনার সাকিব আল হাসান প্রথম টেস্টে নিয়েছিলেন ৪ উইকেট। পেসারদের পাশাপাশি স্পিনারদের এই যুগলবন্দিতে ধরা দিয়েছে আকাশ ছোঁয়া সাফল্য।