Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

পাকিস্তানের আরেক লজ্জা, বাংলাদেশের ১৩ পয়েন্ট

77
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নিজেদের মাঠে প্রথমবার ১০ উইকেটে টেস্ট হেরেছে পাকিস্তান। সেই ক্ষত না সারতে বাংলাদেশের কাছে হয়েছে হোয়াইটওয়াশ। এবার র‌্যাঙ্কিংয়েও দুঃসংবাদ পেল পাকিস্তান। টেস্ট র‌্যাঙ্কিংয়ে তারা ২ ধাপ পিছিয়ে নেমে গেছে ৮ নম্বরে। পাকিস্তানের পয়েন্ট ৭৬।

দুই ম্যাচ জেতায় ১৩ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। তবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। বাংলাদেশ আছে ৯ নম্বরে। নাজমুল হোসেন শান্তর দলের রেটিং পয়েন্ট ৬৬।

২০০৩ সালে আনুষ্ঠানিকভাবে র‍্যাঙ্কিং চালু হওয়ার পর এটিই সর্বনিম্ন পয়েন্ট পাকিস্তানের। ঐতিহাসিক র‍্যাঙ্কিং ধরলে ১৯৬৫ সালের পর পাকিস্তানের সর্বনিম্ন রেটিং পয়েন্টও। ২০২১ সাল থেকে দেশের মাটিতে ১০ টেস্টের একটিতেও জিততে পারেনি পাকিস্তান। হার ছয়টিতে আর ড্র চার ম্যাচে। এরই প্রতিফলন র‌্যাঙ্কিংয়ে।

দলের এমন বাজে পারফর্ম্যান্সে জাতির কাছে ক্ষমাও চেয়েছেন টেস্ট অধিনায়ক শান মাসুদ, ‘‘জাতির কাছে ক্ষমা চাইছি আমরা। পাকিস্তান ক্রিকেটের ভালোর জন্যই কাজ করতে চাই আমরা। টেস্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্করণ। এখানে অভিজ্ঞতা লাগবেই। বাংলাদেশের দুজন ৭০-৯০টি টেস্ট খেলেছে (মুশফিক ও সাকিব)। লিটন ও মেহেদীও ৪০টির বেশি টেস্ট খেলেছে।’’ 

ঐতিহাসিক সিরিজ জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪৫.৮৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে বাংলাদেশ। পাকিস্তান ১৯.০৫ পয়েন্ট নিয়ে আছে ৯-এ। অঙ্কটা কঠিন হলেও কাগজে-কলমে ফাইনাল খেলার সম্ভাবনা এখনও আছে বাংলাদেশের। এজন্য ভারত, দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ফল করতে হবে।

এছাড়া টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিয়ে ১২ ধাপ এগিয়ে লিটন দাস উঠে এসেছেন ১৫ নম্বরে। অলরাউন্ড র‌্যাংঙ্কিয়ে মেহেদী হাসান মিরাজ ৩ ধাপ এগিয়ে এখন ৭-এ।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত