Beta
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

টেস্ট দলে ফিরলেন লিটন, নতুন মুখ নাহিদ

টেস্ট দলে ফিরলেন লিটন দাস। (ফাইল ছবি)
টেস্ট দলে ফিরলেন লিটন দাস। (ফাইল ছবি)
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

শেষ হলো ওয়ানডে সিরিজ। দুর্দান্ত পারফরম্যান্সে সিরিজ জয়ের আনন্দে মেতেছে বাংলাদেশ। এই উপলক্ষ আসার আগেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এই টেস্ট দিয়ে ফিরেছেন লিটন দাস। এছাড়া প্রথমবার দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা।

পূর্ণকালীন অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এবারই প্রথম টেস্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তাকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দলে নতুন মুখ শুধু নাহিদ। ২১ বছর বয়সী এই পেসারের প্রথম শ্রেণি ক্রিকেটে অভিষেক ২০২১ সালের নভেম্বরে। এরপর খেলা ১৫ ম্যাচে তার ৬৩ উইকেট।

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। ঘরের মাঠের এই সিরিজে ছিলেন না লিটন। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট টেস্ট দিয়ে আবার লাল বলের ক্রিকেটে ফিরেছেন তিনি।

সিলেটে প্রথম টেস্ট শুরু ২২ মার্চ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে শুরু হবে ৩০ মার্চ।

প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত