Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের টেস্ট দলে চার পেসার

taskin
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান চক্র শেষ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। রবিবার দুই টেস্টের এই সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের কথা মাথায় রেখেই দলে আছেন চার পেসার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শারজার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলেরও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন নাঈম হাসান ও খালেদ আহমেদ।

ফিরেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলী ও শরিফুল ইসলাম। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে, আর জাতীয় লিগে খেলেছিলেন শরিফুল।

মিরপুরে অবসর নিতে চাওয়া সাকিব আল হাসান নেই টেস্ট দলে। দলে নতুন মুখ বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি খেললেও এখনও টেস্ট অভিষেক হয়নি ২৩ বছর বয়সী মুরাদের।

অ্যান্টিগায় ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে এই সিরিজ। জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।

বাংলাদেশের টেস্ট দল

নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ, হাসান মুরাদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত