পাকিস্তান, ভারতের পর দক্ষিণ আফ্রিকা। টানা তিনটি টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। তবে তিনটি সিরিজের প্রতিটিতে টেস্ট কেবল দুটি। অথচ অ্যাশেজে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড খেলে ৫ টেস্ট। ভারত, নিউজিল্যান্ডের মতো দলগুলোও একে অন্যের বিপক্ষে খেলে ৩ বা ৪ ম্যাচের টেস্ট সিরিজ।
তাই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দেখা যায় বৈষম্য। চক্র শেষে কেউ খেলে ২৫-২০টা টেস্ট তো কেউ ১২-১৫টা। এজন্য পয়েন্ট ভাগাভাগি করতে হচ্ছে শতাংশের জটিল হিসেবে।
আইসিসির এবারের সভায় তাই বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো দলগুলোর জন্য কোন সিরিজে দুটির বদলে তিনটি করে টেস্ট রাখার সুপারিশ করা হয়েছে। এটা পাস হলে বাংলাদেশও নিয়মিত তিন টেস্টের সিরিজের সুযোগ পাবে।
এ নিয়ে আইসিসির সূত্রের উদ্ধৃতি দিয়ে ‘ক্রিকেট পাকিস্তান’ লিখেছে, ‘‘দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশগুলো বেশির ভাগ সিরিজ খেলে দুই টেস্টের। শুধু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত বেশি টেস্টের সিরিজ পায়। এটা টেস্টের প্রসারে কাজ করছে না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট বন্টনও অন্যায্য হচ্ছে। এ ধরনের বৈষম্য দূর করতেই তিন টেস্ট সিরিজের সুপারিশ করা হয়েছে।’’ এই সুপারিশ পাস হলে লাভটা হবে বাংলাদেশের মতো পিছিয়ে থাকা দলগুলোর।
পাশাপাশি আইসিসির প্রেসিডেন্টের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হচ্ছে বলে জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’। এতদিন ২ বছর করে তিনবার চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল। কিন্তু জয় শাহ নতুন প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই বদল হচ্ছে সেই নিয়মের।
এখন থেকে প্রেসিডেন্টের মেয়াদ বেড়ে হতে পারে তিন বছর তবে দুবারের বেশি কেউ থাকতে পারবেন না এই পদে। এই প্রস্তাব মানা হলে ডিসেম্বরের ১ তারিখ থেকে দায়িত্ব নেওয়ার পর, আগামী তিন বছরের জন্য চেয়ারম্যান পদে বসবেন জয় শাহ।