Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ-তুরস্কের বাণিজ্যিক অংশীদারত্ব বাড়ছে

মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে তুরস্কের প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এফবিসিসিআই নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে তুরস্কের প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এফবিসিসিআই নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও তুরস্ক বিশ্বের দুটি অঞ্চলের মধ্যে বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

তিনি বলেন, এশিয়া ও ইউরোপের মধ্যবর্তী অবস্থান হওয়ায় এই দুই মহাদেশে বাণিজ্যের ক্ষেত্রে তুরস্ক যেমন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তেমনি বাংলাদেশকেও আসিয়ান এবং সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে ধরা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে দেশ দুটি ইউরোপ এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

সোমবার মতিঝিলের এফবিসিসিআই কার্যালয়ে তুরস্কের প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এসব কথা বলেন।

ফরেন ইকোনমিক রিলেশনস বোর্ড অব তুর্কিয়ে (ডিইআইকে) এবং তুরস্ক-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ব্যবসায়ী প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।  

সময়ের সঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হচ্ছে উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ তুরস্কে রপ্তানি করেছিল ৪৯৫ দশমিক ৮১ মিলিয়ন ডলারের পণ্য। দেশটি থেকে আমদানি করা হয় ৩৮০ দশমিক ৩ মিলিয়ন ডলারের পণ্য ও কাঁচামাল।

তিনি আরও জানান, বাংলাদেশে বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র, রাসায়নিক শিল্প, প্রকৌশল, নির্মাণ ও জ্বালানি খাতে তুরস্কের ১৫-২০ টি কোম্পানি কাজ করছে। ১০০ টিরও বেশি তুর্কি কোম্পানি বাংলাদেশে সেবা দিচ্ছে। এই কোম্পানিগুলো উৎপাদন, নির্মাণ ও প্রকৌশলে নিজেদের দক্ষতা বিনিময়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বাণিজ্য বহুমুখীকরণে উল্লেখযোগ্য অবদান রাখছে।

এসময় বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মাহবুবুল আলম বলেন, তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের এই সুযোগ কাজে লাগাতে পারে। ওষুধ, পর্যটন, পাট, জ্বালানি এবং প্রযুক্তির মতো খাতগুলোয় বিনিয়োগ লাভবানজনক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।  

ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুর্কি-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারপারসন হিদায়েত ওনুর ওজদেন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক সময়ের সঙ্গে জোরদার হচ্ছে।

এসময় বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। তিনি বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের তুরস্ক সফরের আমন্ত্রণও জানান।

তুরস্কের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করলে এফবিসিসিআই তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত