কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে মেয়েদের ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্ট। আজ (বুধবার) শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে শুরুই করেছে স্বাগতিক বাংলাদেশ। লঙ্কানদের ৯৫ রানের চ্যালেঞ্জ ৯ বল হাতে রেখে পেরিয়ে যায় বাংলাদেশ।
শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান করে সফরকারীরা। পাওয়ারপ্লের ৬ ওভার শেষে স্কোরবোর্ডে মাত্র ১৮ রান যোগ করতেই তারা হারায় ২টি উইকেট। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ২১ রান এসেছে রেশমি নেথারাঞ্জলির ব্যাট থেকে।
দুই অঙ্কের কোটা পেরোতে পেরেছেন কেবল দুজন। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি ও রাবেয়া।
জবাবে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৩১ রান করে বাংলাদেশ। এরপর দ্রুত কয়েকটা উইকেট হারালেও ম্যাচ হাতছাড়া হয়নি। আফিয়া ইরা ২৯ বলে অপরাজিত ছিলেন ২৭ রানে।
সিরিজের অপর দল পাকিস্তান। ২৭ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।