ঝড়বৃষ্টি মাথায় করে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। উদ্দেশ্য স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে এই সিরিজ শুরু করা নিয়ে শঙ্কা দেখা গেছে। শক্তিশালী হারিকেনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই সিরিজের ভেন্যু।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা জানিয়েছেন, বাংলাদেশ সিরিজ সামনে রেখে অস্থায়ী স্থাপনা বসানো হয়েছিল ম্যাচ ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে। হারিকেনের প্রভাবে হওয়া ঝড়ে ওইসব স্থাপনা ধ্বংস হয়েছে গিয়েছে বলে এক টুইট বার্তার জানিয়েছেন তিনি।
প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে অবস্থিত। টেক্সাসের এই শহরের ওপর দিকেই শক্তিশালী হারিকেন তাণ্ডব চালিয়েছে।
আমেরিকান সংবাদ মাধ্যম সিএনএন-এর খবর, হারিকেনের প্রভাবে হিউস্টনে অন্তত ৪ জন মারা গেছেন। ঝড়ে অনেক জায়গায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে ভারি বর্ষণে কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে বন্যার শঙ্কা।
এই অবস্থায় ২১ মে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিটার ডেলার বক্তব্য তেমনই ইঙ্গিত দিচ্ছে, “২১ মে শুরু হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু গত বৃহস্পতিবার হিউস্টনের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অস্থায়ীভাবে বসানো স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে।”