Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
বাংলাদেশ-ফিলিস্তিন বিশ্বকাপ বাছাই

নিজেদের মাঠে অজেয় থাকার আশায় নামবে বাংলাদেশ

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ফিলিস্তিনের কোচ-ফুটবলার। সোমবার বসুন্ধরা কিংস অ্যারিনায়। ছবি: বাফুফে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ফিলিস্তিনের কোচ-ফুটবলার। সোমবার বসুন্ধরা কিংস অ্যারিনায়। ছবি: বাফুফে।
[publishpress_authors_box]

সংবাদ সম্মেলন ততক্ষণে শেষ। উঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ফিলিস্তিন কোচ মাকরাম দাবুব ও মিডফিল্ডার মোহাম্মেদ রাশিদ। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই সম্মেলন কক্ষে ঢুকলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। দুই দেশের কোচ ও ফুটবলারদের মধ্যে হলো সৌজন্য সাক্ষাত। হাসিমুখে দুই কোচ হাত মেলালেন।

বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলতে ফিলিস্তিন দল ঢাকায়। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় বসুন্ধরা কিংস অ্যারিনায় বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিস্তিনের।       

কুয়েতে ২১ মার্চ প্রথম ম্যাচে ৫-০ গোলে বাংলাদেশকে হারানোর পর ভাবতেই পারেন এই ম্যাচটি ফিলিস্তিনের জন্য নিছকই আনুষ্ঠানিকতার। র‌্যাঙ্কিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিন নিঃসন্দেহে ফেবারিট ম্যাচে। যেখানে বাংলাদেশের র‌্যাঙ্কিং ১৮৩, ফিলিস্তিনের ৯৭। 

কিন্তু ফিলিস্তিনের কোচ মাকরাম দাবুব মোটেও সেটা মানতে নারাজ। এর পেছনে যে একাধিক কারণও রয়েছে।

প্রথমত ম্যাচটি হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারিনায়, যেখানে আগের ৪টি ম্যাচে সব কটিতেই অপরাজিত বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ে একমাত্র জয়। আফগানিস্তানের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচের দুটিতেই ড্র। ড্র করেছে লেবাননের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও।

ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখতে চায় বাংলাদেশ। ছবি: বাফুফে।

দ্বিতীয়ত খেলাটি হবে মধ্য রমজানের দুপুরের প্রচন্ড গরমে। ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে। কাদা মাঠে ফিলিস্তিনের ফুটবলাররা যে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারবে না সেটাই স্বাভাবিক।  

বসুন্ধরা কিংসে যতোই দর্শকের হাতে ফিলিস্তিনের সহমর্মিতার পতাকা থাকুক না কেন আওয়াজটা উঠবে বাংলাদেশের জন্যই। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও সেটা ভালোই জানেন। সংবাদ সম্মেলনে এসে শুরুতেই তাই তো বললেন, “আমরা জানি কালকের ম্যাচটা কতখানি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কিংস অ্যারিনায় আমরা এখনও অপরাজিত। আশা করছি এই ভেন্যুতে আবারও চমৎকার পরিবেশ পাবো।”

প্রথম ম্যাচের ৫-০ গোলের হার ভুলে শুধুই সামনের দিকে নজর কোচের, “এটা সত্যি, প্রথম ম্যাচের ফল অনেক মানুষকেই হতাশ করেছে। কিন্তু এটাও দেখতে হবে যে শক্তিশালী দলের বিপক্ষে সেখানে প্রথমার্ধে অনেক ইতিবাচক বিষয় ছিল ম্যাচে। এটা বিশাল এক অভিজ্ঞতায় আমাদের দলের জন্য। তবে এখন দর্শকদের ভালো কিছু উপহার দিতে এই ম্যাচেই আমাদের সব নজর দিতে হবে। এবং আশা করি আগামীকাল আমরা পয়েন্ট পাবো।”

শেষ বারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে ফিলিস্তিন দল। ছবি: বাফুফে।

কোচের মতোই অতীতকে পেছনে ফেলে মঙ্গলবারের ম্যাচেই সব চোখ অধিনায়ক জামাল ভূঁইয়ার, “কোচ যেটা বলেছেন আমিও তেমনই বলব। শেষ ম্যাচে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে নিজেরা আলাপ করেছি। কিন্তু যা হয়েছে সে সব ভুলে যেতে চাই। আমাদের সব নজর কালকের ম্যাচের জন্য।”

ঘরের মাঠে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চান জামাল ভূঁইয়া, “৩ পয়েন্ট পেলে সেটাই হবে সবচেয়ে ভালো। কিন্তু এই ভেন্যুতে আমাদের রেকর্ড যেটা আছে (অপরাজিত) সেটা ধরে রাখতে হবে। আমাদের দর্শকদের সামনে আমরা হারতে চাই না।”

কুয়েতে আগের ম্যাচে ৪৩ মিনিট থেকে ৫৩ মিনিটের মধ্যে বাংলাদেশ হজম করে ৪ গোল। এই গোলের কোনও ব্যাখ্যায় দিতে পারলেন না জামাল, “এই ১০ মিনিট ব্রেক ডাউন হয়েছিল দলের। আসলেই কি হয়েছিল ওই সময় এটার ব্যাখা দিতে পারব না। কিন্তু পরবর্তী সময়ে এমন হলে কিভাবে ম্যাচে ফেরত আসতে হবে সেটা নিয়ে নিজেরা আলোচনা করেছি। এখান থেকে শিখতে হবে। তাছাড়া আর কিছু করার নেই।”

বাংলাদেশের লক্ষ্য অজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ন রাখা। কিন্তু ফিলিস্তিন পুরো ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছে না। কোচ মাকরাম দাবুবের কন্ঠে সেই আত্মবিশ্বাসী সুর, “উন্নতির পথে থাকা বাংলাদেশের সঙ্গে এখানে এসে জেতাটা সহজ কাজ না। ম্যাচটা মোটেও সহজ হবে না। একটু কঠিনই হবে। কিন্তু এখানে একটা লক্ষ্য নিয়েই এসেছি। সেটা হলো ৩ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে যাওয়া।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত