Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

১৫৫ বল ‘ডট’ দিয়েও সন্তুষ্ট মিরাজ

m2
[publishpress_authors_box]

ইনিংসটা ৩০০ বলের। এর ১৫৫টিই ডট দিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা! অর্ধেকের বেশি বলে রান না পাওয়ায় স্কোরটা ৩১৫-৩২০ হয়নি বাংলাদেশের। সেটা হলে প্রথম ওয়ানডেতে জিততেও পারত মেহেদী হাসান মিরাজের দল।

বাংলাদেশের ২৯৪ তাড়া করে ৫ উইকেটের রেকর্ড জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ার্নার পার্কে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জয়। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৫ রান তাড়া করে উইন্ডিজের জয় ছিল আগের সেরা।

তারপরও নিজেদের ২৯৪ রানের ইনিংস নিয়ে সন্তুষ্টি জানালেন ১০১ বলে ৭৩.২৬ স্ট্রাইক রেটে ৭৪ করা মিরাজ,‘‘ হ্যাঁ, আমরা সন্তুষ্ট (২৯৪ রানের স্কোরে)। এমন পিচে ২৯৪ খুব ভালো স্কোর। হোপ ও রাদারফোর্ডকে কৃতিত্ব দিতেই হবে, তারা জুটি গড়েছে। দিনটা কঠিন ছিল বোলাদের জন্য।’’

শেরফান রাদারফোর্ড খেলেন ৮ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৮০ বলে ১১৩ রানের ইনিংস। ছবি : ক্রিকইনফো

শেরফান রাদারফোর্ড ৮ ছক্কা ও ৭ বাউন্ডারিতে ৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে জয় এনে দিয়েছেন ম্বাগতিকদের। জাস্টিন গ্রিভসের সঙ্গে ৫৭ বলে ৯৫ রানের জুটিতে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন রাদারফোর্ডই।

জুটি ভাঙতে না পারায় হতাশা লুকালেন না মিরাজ, ‘‘ভালো শুরু করেছিলাম আমরা। বিশেষ করে নাহিদ, তাসকিন ও তানজিম। ওরা খুব ভালো বোলিং করেছে। মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি, উইকেট পাইনি। এটা হতেই পারে। পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে আর ওরা ভালো খেলেছে।’’

এই ভুল থেকে শেখার কথাও বললেন মিরাজ, ‘‘অনেক কিছু থেকেই শিখব আমরা। কিছু ভুলও করেছি। পরের ম্যাচে কীভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হবো। দুটি ম্যাচ বাকি এখনও, মনে হয় ভালো সুযোগ আছে তাই।’’

টানা ১১ ওয়ানডে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটা প্রথম হার বাংলাদেশের। হারের বৃত্তটা ভাঙায় খুশি ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ, ‘‘সবাই এটা নিয়ে কথা বলেছি, টানা ১১ হারের পর এভাবে জেতায় খুশি আমরা। ব্যাটারদের লড়াই করতে বলেছিলাম, ওরা সেটাই করেছে। তবে এখানেই থামলে চলবে না।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত