Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

ভেজা মাঠের সুবিধা নিতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Jamaica
[publishpress_authors_box]

বৃষ্টি হওয়ায় মাঠ ভেজা। খেলা শুরু হতে তাই প্রায় দুই সেশনের মতো দেরি হয়। কাভারে ঢাকা পিচ, ভেজা মাঠ ও পিচে থাকা ময়েশ্চারের সুবিধা নিয়ে টস জিতে আগে বোলিং নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সাহস দেখালেন মেহেদি হাসান মিরাজ। আগে ব্যাটিং নিয়ে চ্যালেঞ্জ কাঁধে নিলেন।

এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকির হাসানের জায়গায় খেলছেন সাদমান ইসলাম। আর শরিফুল ইসলামের পরিবর্তে নাহিদ রানা। পেসার রোটেশন পদ্ধতি হিসেব করলে এই টেস্টে বিশ্রাম পাওয়ার কথা ছিল তাসকিনের। তবে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম করে একাদশে জায়গা ধরে রেখেছেন এই পেসার।

এর আগে স্থানীয় সময় বেলা ২টা ৩০ মিনিটে টস হয়। খেলা শুরু হয় বেলা ৩টায় (বাংলাদেশ সময় রাত ২টা)।

বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

উইন্ডিজ : ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকেল লুই, কেসি কার্টি, কাভেম হজ, জাস্টিন গ্রিভস, জোশুয়া ডি সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেডন সিলস, শামার জোসেফ।

দ্বিতীয় টেস্টের প্রথম সেশন পণ্ড

জ্যামাইকায় উইন্ডিজ-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের শুরুতেই ধাক্কা। আগের রাতে বৃষ্টি হওয়ায় মাঠ ভেজা। নির্ধারিত সময় হয়নি টস। আম্পায়াররা মাঠ পরিদর্শন করে জ্যামাইকা সময় ৯টা ৪০ মিনিটে আরও এক ঘণ্টা অপেক্ষার সিদ্ধান্ত নেন। পরবর্তী পরিদর্শন হবে ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫)।

জ্যামাইকার এই টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। ইনজুরি ভয় থেকে নিশ্চিন্তে থাকতে পেসারদের রোটেশন করে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই হিসাবে তাসকিন আহমেদের জায়গায় এ ম্যাচে নাহিদ রানার খেলার সুযোগ হতে পারে।

এই মাঠে উইন্ডিজের আগের টেস্টে দলটির কোচ ছিলেন ফিল সিমন্স। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে হেরে যায় ক্যারিবিয়ানরা। সেই সিমন্স এবার বাংলাদেশের কোচ হয়ে ফিরেছেন মাঠটিতে।

এছাড়া স্বাগতিকদের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট এ ম্যাচে রেকর্ডে নাম লিখতে যাচ্ছেন। উইন্ডিজের হয়ে স্যার গারফিল্ড সোবার্সের মতো টানা ৮৫টি টেস্ট খেলেছেন এই ব্যাটার। ম্যাচে টস করতেই নামলেই টানা ৮৬তম টেস্ট খেলার রেকর্ড গড়বেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত