শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।
কলম্বোর পি সারা ওভালে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে শ্রীলঙ্কা। এই লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি জিতে পাঁচ ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেল সফরকারীরা।
শ্রীলঙ্কা সফরে ৫০ ওভারের দুটি ম্যাচ ছিল বাংলাদেশ দলের। প্রথমটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয়টিতেও বাগড়া দিয়েছিল বৃষ্টি। যেকারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২০ ওভারে। কলম্বোর ওই ম্যাচ জিতে টি-টোয়েন্টির ‘প্রস্তুতি’ সেরে নিয়েছিল রাবেয়া খাতুন-নিগার সুলতানারা। কুড়ি ওভারের প্রথম ম্যাচেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। সিদ্ধান্তটা যে সঠিক ছিল না, শ্রীলঙ্কার দুই ওপেনার কৌশিনি নুথিয়াঙ্গানা ও নেথমি পূর্ণা উদ্বোধনী জুটিতে ৭৩ রান তুলে প্রমাণ দেন। অবশ্য বাংলাদেশের ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। ওপেনিং জুটি ভাঙতেই ভেঙে পড়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪ রান তুলতে ৪ উইকেট হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১১২ রানে থাকে শ্রীলঙ্কা।
৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার কৌশিনি। আরেক ওপেনার পূর্ণার ব্যাট থেকে আসে ২৭ রান। বাংলাদেশের সেরা বোলার ফাহিমা খাতুন। এই স্পিনার নেন ৩ উইকেট।
১১৩ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটাও হয়েছিল দারুণ। উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন সাথী রানী ও শামীমা সুলতানা। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে সহজ জয় এনে দিয়েছেন সুবহানা মোস্তারি ও মুশির্দা খাতুন। সর্বোচ্চ ৪৮ রান করেছেন শামীমা। ৪৪ বলের ইনিংসটি সাজান ৫ চার ও ১ ছক্কায়।