প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচেও বাগড়া দিল বৃষ্টি। যে কারণে ৫০ ওভারের ম্যাচ হয়ে দাঁড়ায় টি-টোয়েন্টি। কলম্বোর এই ম্যাচে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সে ৭ উইকেটে জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।
২০ ওভারে নেমে আসা দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। বাংলাদেশের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। মাত্র ১ রানে ফিরে যান ওপেনার আমাধি ভিজেসিংহে। ওয়ান ডাউনে নামা ইমেশা দুলানি আউট হন ৫ রানে।
শুরুর ওই ধাক্কা স্বাগতিকরা কাটিয়ে সাথিয়া সন্দিপানির ব্যাটে। লঙ্কান অধিনায়কের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া পিউমি বাদালগে ২২ ও ওপেনার কৌশিনি নুথায়াঙ্গালা করেন ১৮ রান। তবে শ্রীলঙ্কা ১১৩ রান পর্যন্ত যেতে পেরেছে মালাশা শেহানির ঝড়ো ব্যাটিংয়ে। শেষ দিকে এই ব্যাটার ১৪ বলে অপরাজিত থাকেন ২৫ রানে।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার ফাহিমা খাতুন। এই স্পিনার ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। রাবেয়া খাতুন ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট।
১১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ২ ওভার আগেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। শুরুতে ওপেনার শামীমা সুলতানা বিদায় নিলেও জয়ের পথ তৈরি করেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। দিলারা ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন দলীয় সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস। মুর্শিদার ব্যাট থেকে আসে ৩০ রান।
এরপর চমৎকার ব্যাটিংয়ে জয় নিশ্চিত করেন নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনি। নিগার ২১ বলে অপরাজিত ২৪ ও রিতু ১৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন।