Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

জেতা ম্যাচ হারল বাংলাদেশ

সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারের বড় জুটির পরও হেরেছে বাংলাদেশ। ছবি : বিসিবি
সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারের বড় জুটির পরও হেরেছে বাংলাদেশ। ছবি : বিসিবি
[publishpress_authors_box]

১৭০ রানের লক্ষ্যে নামা দল উদ্বোধনী জুটিতেই পেয়েছে ১০৩ রান। অথচ সেখান থেকে ম্যাচ হার ১২ রানের।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে শেষ ১২ বলে বাংলাদেশ নারীদের প্রয়োজন ছিল ১৮ রানের। উইকেটে তখনও টি-টোয়েন্টি মেজাজে খেলতে থাকা শারমিন আক্তার সুপ্তা। ১২ বলে ২২ রানে অপরাজিত তিনি।

তবুও শেষ দুই ওভারে মাত্র ৬ রান নিতে পেরেছে বাংলাদেশ। এক সপ্তাহের মধ্যে তিনবার বাংলাদেশি দলের জেতা ম্যাচ হেরে যাওয়া দেখল ক্রিকেটপ্রেমিরা।

সিলেটের ব্যাটিং স্বর্গে হাইস্কোরিং ম্যাচটি জমে উঠেছিল দারুণ। শেষ পর্যন্ত রান তোলার দৌড়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ।

আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান তোলে আইরিশ নারীরা। ১৭০ রানের লক্ষ্যে নেমে ৭ উইকেটে ১৫৭ রানে থেমেছে স্বাগতিক দল। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, যুব এশিয়া কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পর বাংলাদেশ নারী দল জেতা ম্যাচ হারল।

সহজ উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তও খুব সহজ ছিল। টপঅর্ডারের দুই ব্যাটারের দ্যুতিতে বড় স্কোর গড়ে আইরিশরা। অধিনায়ক গ্যাবি লিউইস ৪২ বলে ৬০ ও লিয়াগ পল ৪৫ বলে ৭৯ রান করেন। তৃতীয় উইকেটে নিজেদের রেকর্ড ১০৭ রানের জুটি গড়েছেন দুজনে।

বাংলাদেশও রেকর্ড জুটি গড়েছে। সোবহানা মোস্তারি ও দিলারা আক্তার ১০৩ রানের উদ্বোধনী জুটি গড়েন। দিলারার ৪১ বলে ৪৯ ও সোবহানার ৩৫ বলে ৪৬ রানে জয়ের পথে খুব এগি যায় বাংলাদেশ। কিন্তু পরের ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হার কপালে জুটল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত