Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আমিরাতের কাছে শেষ ম্যাচেও হার আফঈদাদের

গোলের পর আমিরাতের ফুটবলার নোউফের উল্লাস। ছবি: সংগৃহীত
গোলের পর আমিরাতের ফুটবলার নোউফের উল্লাস। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা দলের কাছে হার অনুমিতই ছিল। প্রথম ম্যাচের পর তাই সংযুক্ত আরব আমিরাতের কাছে দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ।

রবিবার রাতে শেষ ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হেরেছে স্বাগতিকদের কাছে। এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রথম ম্যাচেও একই ব্যবধানে হেরেছিলেন আফঈদা খন্দকার, স্বপ্না রানীরা।

আমিরাতের ১টি করে গোল করেছেন অধিনায়ক আলাদোয়ান নোউফ, লিনডবোর্গ মিয়া ও গিবসন জর্জিয়া। বাংলাদেশের একমাত্র গোলটি করেন আফঈদা।

আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে ছিল। এদিন একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। মুনকির পরিবর্তে অর্পিতা বিশ্বাস একাদশে জায়গা করে নেন।

প্রথমার্ধে দুই গোল খেয়েছে বাংলাদেশ। বিরতির পর আরও এক গোল খেয়েছে। ৩২ মিনিটে প্রথমে গোল করে আমিরাতকে এগিয়ে নেন নোউফ, ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিন্ডবোর্গ। এরপর ৬২ মিনিটে ৩-০ করেন গিবসন। ৮০ মিনিটে আফঈদার গোলটি শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে।

ম্যাচের পর অবশ্য কোচ পিটার বাটলার বলেন, তিনি হার নিয়ে এতটুকু অসন্তষ্ট নন। তার কথা, “এই সপ্তাহে মেয়েদের ফুটবল নিয়ে আমি গর্বিত। অন্যদের মতো আমি জয়, জয় আর জয় চাই না। এই দলটা নিয়ে উন্নতি করতে চাই। বাংলাদেশের ফুটবলের উন্নতি চাই।”

বাংলাদেশের একাদশ: ইয়ারজান (গোলকিপার), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরমা জান্নাত, আইরিন, স্বপ্না রাণী, প্রীতি, তনিমা, সুলতানা, শাহেদা রিপা ও অর্পিতা বিশ্বাস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত