Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে নিগারদের ম্যাচ কবে, কোথায়

bd5
[publishpress_authors_box]

সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ এসেছিল বাংলাদেশ নারী দলের সামনে। ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই মিলত আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট। কিন্তু সিরিজটা হারায় নিগার সুলতানার দলকে খেলতে হবে বাছাইপর্ব।

ছয় দল ও ১৫ ম্যাচের এই বাছাইপর্বের সূচি আজ (শুক্রবার) প্রকাশ করেছে আইসিসি। ৯ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে এই বাছাইপর্ব। রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে সেরা দুই দল জায়গা করে নেবে নারী বিশ্বকাপে।

উদ্বোধনী ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের মেয়েরা মুখোমুখি হবে আয়ারল্যান্ডে। একই দিনে লাহোর ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে স্কটল্যান্ড। এই দুই ভেন্যুতেই হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোও। দিনের ম্যাচগুলো সকাল ১০টায় ও দিবারাত্রির ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে।  ১৩ এপ্রিল আয়ারল্যান্ড, ১৫ এপ্রিল স্কটল্যান্ড, ১৭ এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও ১৯ এপ্রিল স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

স্বাগতিক ভারতের সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করেছে এরই মধ্যে।

বাংলাদেশ নারী দলের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুশতারি, স্বর্ণা আক্তার, দিলারা,  জান্নাতুল ফেরদৌস সুমনা, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক পিংকি, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, রিতু মনি। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত