Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

ফিফা র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পেছাল মেয়েরা

টানা দুই ম্যাচ হেরে র‌্যাঙ্কিংয়ে  একধাপ  পিছিয়েছে নারী দল।
টানা দুই ম্যাচ হেরে র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়েছে নারী দল।
[publishpress_authors_box]

ফিফার সবশেষ র‌্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি হয়েছিল বাংলাদেশের। টানা দ্বিতীয় সাফ জয়ের প্রভাব পড়েছিল তাতে। ১৩৯ থেকে ১৩২ নম্বরে উঠে এসেছিল সাবিনা-ঋতুপর্ণাদের দল।

সাফ শেষে নতুন কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহে অনুশীলন বয়কট করেন ১৮ ফুটবলার। তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুটি ম্যাচই ৩-১ ব্যবধানে হারার প্রভাব পড়েছে নতুন র‌্যাঙ্কিংয়ে। আজ (বৃহস্পতিবার) প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে বাংলাদেশ এখন ১৩৩ নম্বরে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দুইয়ে স্পেন, তিনে জার্মানি আর চার নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে জার্মানি। ৩ ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে জাপান।

ব্রাজিল পিছিয়েছে একধাপ। তারা এখন ৮ নম্বরে। মেয়েদের ফুটবলে আর্জেন্টিনা প্রতিষ্ঠিত শক্তি নয়। আর্জেন্টিনা আছে ৩৩ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে ভারত। তারা আছে ৬৯ নম্বরে।  

আরও পড়ুন

সর্বাধিক পঠিত