প্রথম তিন ম্যাচ দাপটে জিতে বাংলাদেশ মেয়েদের ‘এ’ দল সিরিজ নিশ্চিত করেছিল আগেই। চতুর্থ টি-টোয়েন্টিতে ধাক্কা। নিগার সুলতানা, সাথি রানি, সুলতানা খাতুনরা বিশ্রামে থাকায় শ্রীলঙ্কার নারী ‘এ’ দল জিতেছিল ম্যাচটা। তবে আজ (বৃহস্পতিবার) সবাই ফেরায় শেষ ম্যাচে স্বাগতিকদের গুঁড়িয়েই দিল বাংলাদেশ।
টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক মেয়েরা। জবাবে মাত্র ১১. ৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজটা শেষ করল ‘এ’ দলের মোড়কে খেলা নিগারা, স্বর্ণারা।
শ্রীলঙ্কার হয়ে ২০ বলে সর্বোচ্চ ১১ রান করেন চেথানা ভিমুক্তি। দলের বাকি ১০ ব্যাটারের সবার রানের ১০-এর কম। ৫ জনের স্কোর ছিল ০। ৭ রানে তিন উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান। ২টি করে উইকেট ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তারের। সুলতানা খাতুন নেন অপর উইকেটটি।
জবাবে শুরুতে উইকেট হারালেও দিলারার ৩৩* ও নিগার সুলতানার ১৪*-তে সহজ জয় বাংলাদেশের।