Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বেঞ্চ-পরীক্ষায়ও উতরে গেল সাবিনারা

বদলি নামা ঋতুপর্ণা চাকমার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শনিবার থিম্পুতে। ছবি: বাফুফে।
বদলি নামা ঋতুপর্ণা চাকমার গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শনিবার থিম্পুতে। ছবি: বাফুফে।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ৪ : ২ ভুটান

বয়সভিত্তিক কিংবা জাতীয় দল- ভুটানের কাছে হারের ইতিহাস নেই বাংলাদেশ নারী ফুটবল দলের। ২ বছর আগে নেপালে অনুষ্ঠিত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের জালে ৮ গোল দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। সেই ভুটানই কিনা শনিবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবলের শেষ ম্যাচে ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশকে। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৬০ মিনিট পর্যন্ত ২-২ এ সমতায় থাকা ম্যাচটি যদিও ৪-২ গোলে জেতে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন বদলি নামা ঋতুপর্ণা চাকমা। ১টি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন ও প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা মোসাম্মৎ সাগরিকা।

গোলাম রব্বানী ছোটন ও সাইফুল বারী টিটু কোচ থাকার সময়ে বাংলাদেশ দলের খেলায় যে ছন্দ ছিল সেটা যেন একটু একটু করে হারিয়ে যেতে বসেছে পিটার বাটলারের অধীনে। নতুন এই ব্রিটিশ কোচ শুধুই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন এই নারী দল নিয়ে। যে পরীক্ষার প্রথম ফলটি তিনি পেয়েছিলেন গত মে মাসে। চাইনিজ তাইপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে। ওই ম্যাচে অভিজ্ঞদের বসিয়ে কোচ খেলিয়েছিলেন বেঞ্চের ফুটবলারদের। এরপর দ্বিতীয় ম্যাচের একাদশে বদল আনতেই লড়াই করে হেরেছিল ১-০ গোলে।

ভুটানের ডিফেন্ডারের সঙ্গে বল দখলের লড়াইয়ে ব্যস্ত মনিকা চাকমা। ছবি: সংগৃহীত।

ভুটানেও এদিন পরীক্ষা নিরীক্ষা চালাতে চেয়েছিলেন বাটলার। যে পরীক্ষার কারণে অভিজ্ঞ গোলরক্ষক রুপনা চাকমা ও অনূর্ধ্ব-১৬ সাফের সেরা গোলরক্ষক ইয়ারজান বেগমকেও একাদশে রাখেননি তিনি। নতুন গোলরক্ষক মিলি আক্তার পোস্টের নিচে মোটেও স্বাচ্ছন্দ্যে ছিলেন না। যে কারণে ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশ খেয়েছে ২ গোল।

এই ম্যাচে শুধু গোলরক্ষক মিলিই নন, একাদশে রাখেননি মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমাদের মতো ফুটবলারও।

ম্যাচের ৬০ মিনিটে গোলরক্ষক মিলিকে তুলে নেন কোচ। এরপর মাঠে নামেন রুপনা চাকমা। এছাড়া ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দাও মাঠে নামেন। এরপরই খেলায় আক্রমণের ধার বেড়েছে। ২-২ এ সমতায় থাকা ম্যাচটি নিজেদের দিকে ঘুরিয়েছেন ঋতুপর্ণা। এরপর দুটি গোলই করেন তিনি।

সতীর্থদের সঙ্গে ঋতুপর্ণা চাকমার গোল উদযাপন। ছবি: সংগৃহীত।

এমনিতেই গত ২ বছরে আন্তর্জাতিক ম্যাচ খেলার খুব একটা সুযোগ মেলেনি সাবিনা খাতুনদের। অক্টোবরে সাফ টুর্নামেন্টের আগে প্রস্তুতিটাও তাই মনের মতো হলো না। তারপরও বেঞ্চের ফুটবলারদের এক রকম পরখ করে নেওয়ার সুযোগ পেলেন কোচ বাটলার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত