Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট এশিয়া কাপ

শিরোপা উৎসব হলো না বাংলাদেশের মেয়েদের

আশা জাগিয়েও ফাইনালে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ছবি : এসিসি
আশা জাগিয়েও ফাইনালে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। ছবি : এসিসি
[publishpress_authors_box]

ভারতকে ফাইনালে হারিয়ে কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশের প্রতিপক্ষ সেই ভারত। তবে এবার শিরোপা উৎসব করা হলো না। কুয়ালালামপুরে আজকের (রবিবার) ফাইনালে ভারতের কাছে বাংলাদেশ হারল ৪১ রানে।

বোলাররা নিজেদের কাজটা ঠিকই করেছিলেন। ভারতকে আটকে রেখেছিলেন ৭ উইকেটে ১১৭ রানে। টি-টোয়েন্টিতে বড় স্কোর নয় এটা। জবাবে ২ উইকেটে ৪৪ করে জয়ের আশাও জাগিয়েছিল সুমাইয়া আখতারের দল।

এরপর নামা ধসে মিলিয়ে যায় শিরোপা জয়ের স্বপ্নটা। বাংলাদেশ অলআউট হয় ৭৬ রানে। ১৮.৩ ওভারই ব্যাট করতে পারেন বাংলাদেশের মেয়েরা।

উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ফেরেদৌস জয়িতা খেলেন ৩০ বলে ৩ বাউন্ডারিতে সবচেয়ে বেশি ২২ রানের ইনিংস। ওপেনার ফাহমিদা চয়া আউট হন ২৪ বলে ১৮ করে। ভারতের হয়ে সোনম যাদব ৪ ওভারে কেবল ১৩ রানে নেন ২ উইকেট। এছাড়া আইয়ুশি শুক্লা নেন ১৭ রানে ৩ উইকেট।

এর আগে আগুন ঝড়িয়েছিলেন বাংলাদেশের ১৫ বছর বয়সী ফাস্ট বোলার ফারজানা ইয়াসমিন। ৩১ রানে ৪ উইকেট নেন তিনি। নিসিতা আকতার নেন ২ উইকেট।

ভারতের হয়ে ওপেনার গোনগারি তৃষা খেলেন ৪৭ বলে ৫ বাউন্ডারি ২ ছক্কায় ৫২ রানের ইনিংস। তৃষার ব্যাটই আসলে গড়ে দিয়েছে ফাইনালের ভাগ্য।

নিজেদের গ্রুপে দুই ম্যাচই জিতেছিল বাংলাদেশ। সুপার ফোরে একমাত্র হারটা ছিল ভারতের সঙ্গে। আজ (রবিবার) ফাইনালে সেই প্রতিশোধটা নেওয়া হলো না বাংলাদেশের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত