Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
দ্য টেলিগ্রাফের খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

373144
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এ বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই আসরের গ্রুপিং এখনও প্রকাশ করেনি আইসিসি। তবে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ আগেভাগেই জানিয়ে দিয়েছে গ্রুপে ২০ দলের অবস্থান।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের তথ্য বলছে, ‘ডি’ গ্রুপে থাকবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল চার গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রত্যেক গ্রুপে থাকবে ৫টি করে দল। বাংলাদেশ পড়েছে সবচেয়ে কঠিন গ্রুপে। কুড়ি ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সবসময়ই শক্তিশালী, তাদের সঙ্গে রয়েছে শীর্ষ আটে থেকে গত বিশ্বকাপ শেষ করা নেদারল্যান্ডস। অর্থাৎ, শুধু নেপাল বাদে বাকি তিন প্রতিপক্ষই চ্যালেঞ্জিং। অথচ অন্য তিন গ্রুপেই আছে বাছাই পর্ব পেরিয়ে আসা একাধিক দল।

আইসিসির মঞ্চে বরাবরই হয়ে আসা ভারত-পাকিস্তান আরেকবার মুখোমুখি গ্রুপ পর্বে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে থাকছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। এই গ্রুপের সব ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। ‘বি’ গ্রুপে থাকা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের ম্যাচগুলো হবে ওয়েস্ট ইন্ডিজে। ‘সি’ গ্রুপে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনিকে নিয়ে সাজানো এই গ্রুপের ম্যাচগুলোও হবে ক্যারিবিয়ান অঞ্চলে।

শুধুমাত্র ‘ডি’ গ্রুপের ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশের ভেন্যুতেই। অর্থাৎ, গ্রুপ পর্বে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ দুই দেশেই ভ্রমণ করতে হতে পারে।

এ তো গেল গ্রুপ পর্বের খেলা। সুপার এইটের সূচিও ঠিক হয়ে গেছে। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল জায়গা পাবে সুপার এইটে। এই রাউন্ডে আট দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে তাদের গ্রুপিংও চূড়ান্ত। ফলে শীর্ষ আট দলের প্রত্যেকেই জেনে গেছে সুপার এইটে তাদের অবস্থান কোথায়। এখানে গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার্স-আপের কোনও মূল্য নেই। গ্রুপের সেরা দুইয়ে থাকলেই হবে।

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ আট ঠিক করায় এখানে বাংলাদেশের নাম নেই। তবে বাংলাদেশ যদি ‘ডি’ গ্রুপের সেরা দুইয়ে থাকতে পারে, তাহলে সুপার এইটে সাকিব আল হাসানরা নেবে দক্ষিণ আফ্রিকা কিংবা শ্রীলঙ্কার জায়গা।

কে কোন গ্রুপে

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি।

গ্রুপ ‘ডি’ : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত