Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলেকে নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

বাবা অ্যালিস্টার ক্যাম্পবেলের সঙ্গে জোনাথান ক্যাম্পবেল। ছবি: টুইটার
বাবা অ্যালিস্টার ক্যাম্পবেলের সঙ্গে জোনাথান ক্যাম্পবেল। ছবি: টুইটার
[publishpress_authors_box]

বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন অ্যালিস্টার ক্যাম্পবেল। যার মধ্যে ২০১১ সালে হারারের ওয়ানডেতে সেঞ্চুরির সুখস্মৃতিও আছে জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের। প্রজন্মের পালা বদলে সেই ক্যাম্পবেল পরিবারের আরেক সদস্য এবার বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছেন।

বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের এই দলে নতুন মুখ অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথান ক্যাম্পবেল।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। বুধবার (২৪ এপ্রিল) এই সিরিজের জন্য তাদের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ শুধু ২৬ বছর বয়সী অলরাউন্ডার জোনাথান।

ফেরানো হয়েছে টপ অর্ডার ব্যাটার তাদিওয়ানাশে মারুমানি ও অলরাউন্ডার ফারাজ আকরামকে। এছাড়া গত জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে যে দলটি খেলেছিল, তাদের সবাই আছেন বাংলাদেশ সফরে। নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ সিকান্দার রাজা।

জোনাথান এই প্রথম জিম্বাবুয়ে দলে ডাক পেলেন। বাঁহাতি ব্যাটিংয়ে যেমন রান তুলতে পারদর্শী এই ক্রিকেটার, তেমনি লেগ স্পিনে প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দিতে পারেন তিনি। গত মাসে আফ্রিকান গেমসে সোনা জেতা জিম্বাবুয়ে ইমার্জিং দলের অন্যতম সদস্য এই জোনাথান।

এই দলের অংশ ছিলেন ক্লাইভ মাদানদে ও ব্রায়ান বেনেট। তারা জিম্বাবুয়ে জাতীয় দলের জায়গায় ধরে রেখেছেন। বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দেশটির সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি।

৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামে। শেষ দুই ম্যাচের ভেন্যু ঢাকা। এই সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘প্রস্তুতি’ হিসেবে দেখছে বাংলাদেশ দল। যদিও কুড়ি ওভারের বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথান ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনসলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা, শন উইলিয়ামস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত