Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

বীরের বেশে শান্তদের দেশে ফেরা

bd-cricket
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ে বীরের বেশে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য সবাই একসঙ্গে আসেননি। আগেই জানানো হয়েছিল দুই ভাগে দেশে ফিরবেন ক্রিকেটাররা। তারই প্রথম বহরে এসেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার সময় হযরত শাহজালাল বিমানবন্দনে পৌঁছায় বাংলাদেশে দলের একাংশ। অধিনায়ক শান্ত ছাড়াও দলের সঙ্গে এসেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাদের সঙ্গে এসেছেন আরও আট ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, সাদমান ইসলাম ও নাহিদ রানা।

বাংলাদেশ দল বিমানবন্দরে পৌঁছলে তাদের স্বাগত জানান ক্রিকেট অপারেশনসের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস। এরপর ক্রিকেটার ও কোচিং স্টাফদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু।

ক্রিকেটারদের প্রথম বহর দেশে পৌঁছেছে। বাকি ক্রিকেটাররা পাকিস্তান থেকে দেশে পৌঁছাবেন বুধবার দিবাগত রাত ২টায়।

পাকিস্তানের মাটিতে কখনও টেস্ট জেতার স্মৃতি ছিল না বাংলাদেশের। এই ইতিহাস এবার নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়ে পাল্টে ফেলেছে বাংলাদেশ।

প্রথমবার শুধু পাকিস্তানের মাটিতে টেস্টেই জেতেনি, স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নতুন ইতিহাস লিখে দেশে ফিরেছেন শান্তরা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত