পঞ্চগড় সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ভারতের সীমানার ভেতরে শিংপাড়া নামক জায়গায় আনোয়ার হোসেন (৩৫) নামে ওই বাংলাদেশি নিহত হন, যার বাড়ি তেতুঁলিয়া উপজেলার দেবনগরে।
বিজিবিকে বিএসএফ জানিয়েছে, আনোয়ার পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ওপার থেকে গরু এপারে আনছিলেন।
গণমাধ্যমে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশি নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি। সেই সঙ্গে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ শেষে নিহতের লাশ ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তৌহিদুর রহমান জানান, বিএসএফ জানিয়েছে, ভোরে চানাকিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের শূন্যলাইন থেকে আনুমানিক ১০০ গজ ভারতের ভেতরে কিছু ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারীকে সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টা করতে দেখে। এ সময় বিএসএফ তাদেরকে বাধা দিলে চোরাকারবারীরা বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায়।
তখন বিএসএফ সদস্যরা প্রথমে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের থামানোর চেষ্টা করে। পরে ৩/৪ রাউন্ড গুলি করে। এসময় একজন চোরাকারবারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমান বলেন, বিএসএফ জানিয়েছে চোরাকারবারীদের কাছ থেকে ২টি ভারতীয় গরু আটক করা হয়েছে। এসময় বিজিবিও মোমিনপাড়া সীমান্ত থেকে চোরাচালানের একটি গরু আটক করে।