ইসরায়েলি বিমান হামলায় লেবাননে এক বাংলাদেশি নিহত হয়েছে।
বৈরুতে বাংলাদেশি দূতাবাসকে উদ্ধৃত করে রবিবার এই খবর দিয়েছে বাসস।
নিহতের নাম মোহাম্মদ নাজিম উদ্দিন (৩১)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খাইরা এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
কর্মস্থলে যাওয়ার পথে শনিবার বিকালে বৈরুতের গ্রাজমিয়ে এলাকায় নাজিম নিহত হন বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘রেমিটেন্স যোদ্ধা’ নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছেন লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
নাজিমের স্ত্রীও লেবাননে রয়েছেন। তার সঙ্গে দূতাবাসের যোগাযোগ হয়েছে। দূতাবাসের এক কর্মকর্তা বলেছেন, সংঘাতের কারণে বৈরুত থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটায় নাজিমের লাশ বাংলাদেশে নেওয়া সম্ভবপর হচ্ছে না বলে তার স্ত্রী জানিয়েছেন।
গত সেপ্টেম্বর থেকে লেবাননের শিয়া মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছে। তাতে এই পর্যন্ত বহু প্রাণহানি ঘটলেও বাংলাদেশের কারও মৃত্যুর ঘটনা এটাই প্রথম জানা গেল।