অখিল ভারতীয় হিন্দু মহাসভার হামলার হুমকি ছিল। তবে কানপুর টেস্ট শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ দলকে তিন স্তরের নিরাপত্তা দিচ্ছে কানপুরে। কিন্তু বাংলাদেশি দর্শকের ওপর হামলা ঠেকাতে পারল না বিসিসিআই। বাংলাদেশের ক্রিকেটের পাঁড় সমর্থক মোহাম্মদ রবি, যাকে সবাই ‘টাইগার রবি’ নামে চেনেন, এই ক্রিকেটভক্ত ভারতীয়দের বিরুদ্ধে তাকে মারধরের অভিযোগ এনেছেন।
শুধু তা-ই নয়, রবির শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে। রবির দাবি, কানপুর টেস্টের প্রথম দিনে ১৫ জন ভারতীয় তাকে লাঞ্ছিত ও মারধর করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই বাংলাদেশি ক্রিকেটভক্ত বলেছেন, “সকাল থেকে ভিড়ের (ভারতীয় দর্শকদের) একটা অংশ আমাকে গালাগালি করেছে। (প্রথম দিনের) লাঞ্চের ঘোষণা হলে আমি শুধু নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হকের নাম বলতে লাগলাম।”
এরপরই তার গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ রবির, “এর মধ্যে কয়েকজন আমাকে ধাক্কা দিতে শুরু করে, আমার মাসকট (টাইগার) ও আমার পতাকা ছিঁড়ে ফেলার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমাকে মারতে শুরু করে।”
যদিও উত্তর প্রদেশ পুলিশ রবির অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, কোনও প্রকার লাঞ্ছনার শিকার হননি রবি। উল্টো এক পুলিশ কর্মকর্তার দাবি, “পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। তিনি কারও দ্বারা লাঞ্ছনার শিকার হননি।”