Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
বঙ্গোপসাগরে গুলিতে বাংলাদেশি নিহত

মিয়ানমার দূতাবাসে চিঠি, জলসীমার অখণ্ডতাকে সম্মান দিতে বলল বাংলাদেশ

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিহত জেলের মরদেহ নিয়ে শাহপরীরদ্বীপ জেটিতে আসে একটি ট্রলার।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নিহত জেলের মরদেহ নিয়ে শাহপরীরদ্বীপ জেটিতে আসে একটি ট্রলার।
[publishpress_authors_box]

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহতের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে সরকার। প্রতিবাদলিপিতে দুই দেশের মধ্যে জলসীমার অখণ্ডতাকে সম্মান দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত মিয়ানমার দূতাবাসে পাঠানো চিঠিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।

চিঠিতে বুধবার কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের কনা পাড়া গ্রামের বাসিন্দা মো. উসমানের মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে নিহতের ঘটনায় উদ্বেগ জানানো হয়। পাশাপাশি এ ঘটনার তীব্র প্রতিবাদও জানানো হয়।

ঘটনার দিন উসমানসহ প্রায় ৫৮ বাংলাদেশি জেলে এবং ছয়টি মাছ ধরার নৌকা অপহরণ করে নিয়ে যায় মিয়ানমার নৌ বাহিনী। জেলেরা সেন্ট মার্টিন ইউনিয়নের কাছাকাছি জলসীমায় মাছ ধরছিলেন।

পরে বাংলাদেশ কোস্ট গার্ড এবং মিয়ানমার নৌ বাহিনীর মধ্যে যোগাযোগের পর নৌকা ও জেলেদের দুই ধাপে ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে আসে উসমানের লাশ, সঙ্গে আরও দুজন গুলিবিদ্ধ জেলে।

বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “এ ধরনের অযাচিত কর্মকাণ্ডের আর যেন পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বাংলাদেশ সরকার মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের জলসীমার অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান এবং ভবিষ্যতে যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে মিয়ানমারকে অনুরোধ জানানো হয়েছে।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত