বাংলাদেশে আদিবাসী অধিকার ও তাদের জীবনকে তুলে ধরতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘শালা নেইবারহুড আর্ট স্পেস’।
শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত শালা স্টুডিওতে ওই প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
শিল্প ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা ও মিথস্ক্রিয়া তৈরিতে কাজ করছে ‘শালা নেইবারহুড আর্ট স্পেস’। ইতিমধ্যে তাদের গল্পশালা ও ফিল্মীশালা শিরোনামে দু’টি কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবারের চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
এতে প্রদর্শিত হবে, অং রাখাইন পরিচালিত মাও থেং গারি (মাই বাইসাইকেল) এবং অর্ণব দেওয়ান পরিচালিত ‘লাইফ ইজ স্টিল নট আওয়ারস’ চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্র দুটি আদিবাসী সম্প্রদায়ের জীবন ও সংগ্রাম, পরিচয়, স্থিতিস্থাপকতা এবং আর্থ-সামাজিক-রাজনৈতিক চ্যালেঞ্জের প্রভাবের ওপর নির্মিত।
এ আয়োজন প্রসঙ্গে উদ্যোক্তা ভিজুয়াল রিসার্চার তারান্নুম নিবিড় বলেন, “ শালা-পাড়া স্টুডিওর একটি অঙ্গপ্রতিষ্ঠান। এটি একটি ওপেন স্পেস। আমরা এ গ্যালারি থেকে নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। অন্যরাও করতে পারেন। খুব বেশি লাভজনক প্রতিষ্ঠান নয়। এখানে নানা বিষয়ের উপর গল্প করা, আলোচনা নিয়ে একটি ইভেন্ট করি আমরা তার নাম গল্প শালা, অন্যটি ফিল্ম নিয়ে, সেটার নাম ফিল্মীশালা, যেখানে নানাধরণের ফিল্ম দেখানো হয়। এবার দু’টি আয়োজনই একসাথে হচ্ছে আদিবাসীদের নিয়ে নির্মিত দু’টি চলচ্চিত্রকে ঘিরে। ফিল্ম দেখার পর এবার থাকছে একটি প্যানেল ডিসকাশন থাকছে।”
নিবিড় জানান, প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীরা- ‘বর্তমান রাজনৈতিক জলবায়ু প্রসঙ্গে বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের অধিকার’- শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেবেন।
চলচ্চিত্র দু’টি নিয়ে আলোচনা করবেন মানবাধিকার কর্মী এবং স্পেস- আ ফাউন্ডেশন ফর পিস অ্যান্ড কেয়ারের ভাইস-চেয়ারপারসন ইলিরা দেওয়ান, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন সামাজিক-সাংস্কৃতিক নৃতত্ত্ববিদ ড. নাসরিন সিরাজ অ্যানি।