ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী একটি জাহাজ।
ইস্পাত খাতের প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপের পণ্যবাহী জাহাজটির নাম ‘এম ভি আবদুল্লাহ’। এতে রয়েছেন ২৩ নাবিক, যাদের সবাই বাংলাদেশি।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাহাজটি সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান এসআর শিপিং।
কয়লাবাহী এম ভি আবদুল্লাহ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল।
কেএসআরএম গ্রুপের শিপিং প্রতিষ্ঠান এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম সকাল সন্ধ্যাকে বলেন, “দুপুর নাগাদ আমরা এম ভি আবদুল্লাহ জাহাজটি দস্যুদের কবলে পড়ার খবর পাই। জাহাজের এক ক্যাপ্টেন বিষয়টি জানায়। ২৩ নাবিকের সবাই সুস্থ নিরাপদে আছেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”
দস্যুরা ঠিক কী কারণে জাহাজটি আটক করেছে তা এখনো জানা যায়, তবে দ্রুত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী সকাল সন্ধ্যাকে বলেন, “প্রথমে এম ভি আবদুল্লাহ জাহাজের এক ক্যাপ্টেনের কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। সেখানে দস্যুতার কবলে পড়ার কথা জানানো হয়। এরপর থেকেই আমরা আর্ন্তজাতিক বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”
এর আগে ২০১০ সালেও এমভি জাহান মনি নামে একটি বাংলাদেশি জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। দীর্ঘ ৩ মাস পর ২৬ নাবিকসহ জাহাজটি মুক্ত হয়। সেই জাহাজটির মালিকানাও ছিল কেএসআরএম গ্রুপের।