Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির ফাইনালে আলিফ

আবদুর রহমান আলিফ। ছবি: সংগৃহীত
আবদুর রহমান আলিফ। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

বাছাই রাউন্ডে ৫৪ জনের মধ্যে সপ্তম হয়েছিলেন আবদুর রহমান আলিফ। সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ বিভাগে এটাই ছিল বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স। বাছাইয়ে ৬৬৭ পয়েন্ট পাওয়া আলিফ তার পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন এলিমিনেশন রাউন্ডে।

মঙ্গলবার আলিফ এতটাই দারুণ খেলেছেন যে রিকার্ভের পুরুষ বিভাগের একক ইভেন্টের ফাইনালে উঠে গেছেন। আগামী ২০ জুন ফাইনালে সোনার পদকের লড়াইয়ে আলিফের প্রতিদ্বন্দ্বি জাপানের মিয়াতা গাকুতো। যিনি বাছাইয়ে হয়েছিলেন ১২তম।

এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে চীনা তাইপেতে অনুষ্ঠিত এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের ছেলেদের অনূর্ধ্ব-২১ রিকার্ভ ইভেন্টের ফাইনালে ওঠেন আলিফ।

আবদুর রহমান আলিফ সোনা জয়ের অপেক্ষায়। ছবি: সংগৃহীত

এবার এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আলিফ একে একে হারিয়েছেন প্রথম রাউন্ডে চীনের আলিনকে। দ্বিতীয় রাউন্ডে হারিয়েছেন মালয়েশিয়ার বুসতামিন মুহাম্মদ সাফিককে।

এরপর কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন চীনা তাইপের লিউ তাই ইয়েনকে। সেমিফাইনালে আলিফের কাছে হেরে গেছেন চীনা তাইপের আরেক প্রতিযোগি চেন পিন আন। তাকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন আলিফ।

এক দিনে আলিফকে জিততে হয়েছে টানা ৪টি ম্যাচ। যেখানে বাংলাদেশের অন্য আর্চাররা একে একে বিদায় নিয়েছেন।

অলিম্পিয়ান সাগর ইসলাম, মিয়া মোহাম্মদ রকিব ও রামকৃষ্ণ সাহা সবাই হেরেছেন প্রথম রাউন্ডে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত