Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫

ঢাকার পাল্টায় দিল্লিতেও বাংলাদেশের দূতকে তলব

দিল্লির সাউথ ব্লক নামে পরিচিত এই ভবনেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান।
দিল্লির সাউথ ব্লক নামে পরিচিত এই ভবনেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান।
[publishpress_authors_box]

সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নূরুল ইসলামকে তলব করেছিল ভারত।

সোমবার স্থানীয় সময় দুপুরে সাউথ ব্লকে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তিনি।

বৈঠকের পর নূরুল ইসলামেরসীমান্তে সাউথ ব্লক ছেড়ে যাওয়ার একটি ভিডিও প্রকাশিত হলেও সেখানে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে দুই দেশের কেউ কোনও কথা বলেননি।

তবে ইন্ডিয়াটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি দূতকে দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে যে, দুই দেশের সরকার এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে যে চুক্তি ও প্রটোকল আছে তা মেনেই নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে।

সীমান্ত অপরাধমুক্ত রাখতে আন্তঃসীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, পাচারসহ অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের মোকাবেলার বিষয়ে প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করছে ভারত।

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পরদিনই দিল্লি একই পদক্ষেপ নিল।

রবিবার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে দেখা করেন প্রণয় ভার্মা। সেখানে তাকে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সমস্যার কথা, বাংলাদেশের উদ্বেগের কথা জানানো হয়।

এই বৈঠকের পর প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, “আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি।

“নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।”

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে তা বন্ধ করে দিতে বাধ্য হয়।

এ নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করলেও দুই দেশের স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে উত্তেজনা ও উৎকণ্ঠা। সোশাল মিডিয়াও বিষয়টি নিয়ে সরগরম হয়ে উঠেছে।

সীমান্তে বেড়া নিয়ে বোঝাপড়া আছে : প্রণয় ভার্মা  

এর আগে রবিবার সকালে সচিবালয়ে সীমান্ত নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সেখানে তিনি বলেন, “সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের শক্ত অবস্থানের কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় আছে।”

বিজিবির সঙ্গে এক হয়ে সীমান্তে বেড়া নির্মাণ প্রতিরোধ করায় সীমান্তবর্তী জেলার বাসিন্দাদের ধন্যবাদও জানান উপদেষ্টা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত