Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শ্রীলঙ্কায় রুপা জিতলেন বাংলাদেশের নীড়

বিমান টিকিটের অভাবে বিশ্ব জুনিয়র দাবায় খেলতে পারছেন না রেজা নীড়। ছবি: সংগৃহীত
বিমান টিকিটের অভাবে বিশ্ব জুনিয়র দাবায় খেলতে পারছেন না রেজা নীড়। ছবি: সংগৃহীত
[publishpress_authors_box]

বাংলাদেশ থেকে যাওয়ার আগে জাতীয় দাবায় হয়েছিলেন চ্যাম্পিয়ন। মাত্র ১৫ বছর বয়সে এমন বিরল কীর্তি গড়া ফিদে মাস্টার মনন রেজা নীড় এবার শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ চেস চ্যাম্পিয়নশিপে ব্লিটজ বিভাগে জিতেছেন রুপা।

নীড় খেলেছেন অনূর্ধ্ব-১৮ উন্মুক্ত গ্রুপে। সেখানে ৯ রাউন্ডের খেলা শেষে নীড়ের সংগৃহ সাড়ে ৬ পয়েন্ট। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে কিরগিজস্থানের দাবাড়ু ইরজাহান ঝাকলিশকভ জিতেছেন সোনা।

বাংলাদেশের সম্ভাবনাময় দাবাড়ু নীড়। অল্প বয়সে তিনি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেক পদক জিতেছেন। বিদেশের টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য নীড়ের পাশে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটো। এবারের টুর্নামেন্টেও যথারীতি তিনি পৃষ্ঠপোষকতা করেছেন।

শ্রীলঙ্কার কলম্বোতে স্ট্যান্ডার্ড প্রতিযোগিতার পাশাপাশি শনিবার ব্লিটজ অনুষ্ঠিত হয়। এতে সপ্তম রাউন্ড শেষে অনূর্ধ্ব-১৪ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ খেলায় ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। ৭ খেলায় বালিকা অনূর্ধ্ব-৮ গ্রুপে ওয়ারিসা হায়দার ৫ পয়েন্ট, বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ। পেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ঐতিজ্য বড়ুয়া ও বালিকা অনূর্ধ্ব-১২ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু সাড়ে ৪ পয়েন্ট করে, ওপেন অনূর্ধ্ব-৮ গ্রুপে আবরার রেজাউল আহনাফ মোহাম্মদ ৪ পয়েন্ট, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে আফনান জারিফ হক ও ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে সাফায়েত কিবরিয়া আজান সাড়ে তিন পয়েন্ট করে, ওপেন অনূর্ধ্ব-১৬ গ্রুপে সৈয়দ রিদওয়ান আড়াই পয়েন্ট পেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত