আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের লেনদেন এক মাসের জন্য স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশ জানিয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ।
সেখানে বলা হয়েছে, মুদ্রা পাচার প্রতিরোধ আইন-২০১২ এ প্রদত্ত ক্ষমতাবলে ওবায়দুল কাদের ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিন স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হলো।
ওবায়দুল কাদের সবশেষ আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফলে অন্য সব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে পদ হারান কাদেরও।
ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ওবায়দুল কাদের একজন বীর মুক্তিযোদ্ধা, দুই মেয়াদে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি। পেশাজীবনের শুরুতে কিছুদিন সাংবাদিকতাও করেছেন তিনি।
নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাঁচটি নির্বাচনে অংশ নিয়ে জয় পান কাদের। শেখ হাসিনার প্রথম মন্ত্রিসভায় ছিলেন যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী।
বিএফআইইউয়ের চিঠিতে ওবায়দুল কাদেরের বাবা-মায়ের নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে ব্যাংকগুলোকে সতর্ক করা হয়েছে। এ নির্দেশ পালন করতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যাংক বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে বলেও জানিয়েছে বিএফআইইউ।