Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

আরাফাত ও জাবেদের ব্যাংক হিসাব জব্দ

মোহাম্মদ আলী আরাফাত ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
মোহাম্মদ আলী আরাফাত ও সাইফুজ্জামান চৌধুরী জাবেদ
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও স্ত্রী শারমীন মুস্তারীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার বিএফআইইউ থেকে ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এক মাসের জন্য তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাব থেকে লেনদেন স্থগিত রাখতে বলা হয়।

একই দিন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান রুখমিলা জামান চৌধুরীর ব্যাংক হিসাবও এক মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।

জাবেদ ও তার পরিবারের অন্যান্য সদস্যদের (পুত্র-কন্যা) কারও কোনও ব্যাংকে হিসাব থাকলে সেই তথ্যও বিএফআইইউকে পাঠাতে বলা হয়েছে।

বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের একাধিক কর্মকর্তা সকাল সন্ধ্যাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এবং তার স্ত্রী নুরুন ফাতেমা ও মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের সব হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিল বিএফআইইউ।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিনই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। পরদিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন আরও ১৬ উপদেষ্টা। এরই মধ্যে দপ্তর বণ্টন হয়েছে, দাপ্তরিক কাজও শুরু করেছেন উপদেষ্টারা।

অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালেহ উদ্দিন আহমেদ। যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত