বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলার পর ডাকাতদের হাতে অপহৃত ম্যানেজার মো. নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার তাকে উদ্ধার করা হয় বলে সন্ধ্যায় জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, র্যাবের মধ্যস্থতায় সোনালী ব্যাংকের ওই কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।
তবে রাত ৮টা পর্যন্ত এ বিষয়ে আর কোনও তথ্য জানানো হয়নি।
এর আগে মঙ্গলবার রাতে রুমা বাজারের কাছে সোনালী ব্যাংকের শাখায় হামলা চালায় সশস্ত্র ডাকাতদল। তারা ব্যাংকটির দায়িত্বে থাকা পুলিশ ও আনসর সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে এবং নিজাম উদ্দিনকে তুলে নিয়ে যায়।
রুমার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম জানান, পুলিশ ও আনসার সদস্যদের মারধর করে মোট ১৪টি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।
বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহিন সাংবাদিকদের জানান, পুলিশের ৮টি চাইনিজ রাইফেল, দুটি এসএমজিসহ মোট ১০টি অস্ত্র এবং ৩৮০ রাউন্ড গুলি, আনসারের চারটি শটগান এবং ৩৫ রাউন্ড গুলি লুট হয়েছে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম ঢাকায় সাংবাদিকদের বলেন, রুমা শাখা বান্দরবানের প্রত্যন্ত এলাকায় হওয়ার সেখানে সার্বক্ষণিক পুলিশ পাহারা থাকে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব অস্ত্রধারী নিরাপত্তাকর্মীও ছিল। কিন্তু সন্ত্রাসীদের হামলায় তারা টিকতে পারেনি।