Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

পোশাক শিল্প এলাকায় ৩ দিনের ছুটিতে ব্যাংক খোলা

ব‍্যাংক মালিক-ব‍্যবস্থাপক
মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ভবন।
[publishpress_authors_box]

তৈরি পোশাক খাতের বেতন-ভাতা পরিশোধে বরাবরের মতোই ঈদের আগের সাপ্তাহিক ছুটির মধ্যে কিছু এলাকার ব্যাংক শাখা খোলা থাকছে।

বাংলাদেশ ব্যাংক রবিবার এই সংক্রান্ত নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোকে পাঠিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ কিংবা ১১ এপ্রিল রোজার ঈদ হবে। তার আগে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিত ছুটি। ৭ এপ্রিল রবিবার শবে কদরের ছুটি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ব্যাংকগুলোর তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলোতে সীমিত পরিসরে লেনদেন চলবে।

৫ এপ্রিল শুক্রবার এসব ব্যাংক শাখায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন হবে। ব্যাংককর্মীদের অবশ্য বেলা ৩টা পর্যন্ত অফিস করতে হবে।

৬ ও ৭ এপ্রিল দুপুর ১টা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংককর্মীদের ছুটি হবে বেলা আড়াইটায়।

ছুটির সময় খোলা রাখার কারণে ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত