রাঙ্গামাটির সোনালী ব্যাংক ভবন থেকে মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সহকর্মীদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
রফিকুল ইসলাম সোনালী ব্যাংক পিএলসি রাঙ্গামাটি নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। রবিবার সন্ধ্যার দিকে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, রফিকুলের বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নে। প্রায় দেড় বছর ধরে তিনি এই শাখায় কর্মরত ছিলেন। ব্যাংক ভবনের চতুর্থ তলার একটি ঘরে থাকতেন রফিকুল।
সহকর্মীরা জানান, পারিবারিক কারণে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন রফিকুল। রবিবার দুপুরে ব্যাংক থেকে চার তলায় খাবার খেতে ওঠেন তিনি, এরপর আর নিচে নামেননি। ধারণা করা হচ্ছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।
সোনালী ব্যাংকের এই শাখার প্রিন্সিপাল অফিসার মো. শাহাদুল্লাহ বলেন, “বিকালের দিকে আমরা তার মরদেহ ঝুলে থাকার খবর পাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়েছে।”
মরদেহ আপাতত মর্গে রাখা হবে জানিয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকার বলেন, সোমবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন।