Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

লকারের সোনা চুরি : নিরাপত্তা বাড়াতে ব্যাংকগুলোকে ফের নির্দেশনা

BB
[publishpress_authors_box]

চট্টগ্রামের একটি ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি সোনা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাংক খাতের নিরাপত্তা জোরদারের নির্দেশনা পরিপালনের তাগিদ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সেখানে বলা হয়, কিছু কিছু ব্যাংক তাদের ব্যবসা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে পালন করছে না।

এর আগে একাধিক সার্কুলার ও সার্কুলার লেটার জারির মাধ্যমে সব তফসিলি ব্যাংকের ব্যবসা কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংক শাখার প্রবেশ পথে, শাখার ভেতরে-বাহিরে চারদিকে এবং সব ধরনের আইটি রুমে প্রয়োজনীয় সংখ্যক সিসিটিভি, আইপি ক্যামেরা, স্পাই ক্যামেরা বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব ক্যামেরা ব্যাংকের সেন্ট্রাল ইনফরমেশন নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত রাখা, সিসিটিভি বা ক্যামেরাগুলো সার্বক্ষণিক সচল রাখাসহ মনিটরিংয়ের আওতায় আনা এবং ক্যামেরায় ধারণ হওয়া ভিডিও ফুটেজ যেন প্রয়োজনে কাছের থানা বা পুলিশ পেতে পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়।

পাশাপাশি ব্যাংকের নিরাপত্তার জন্য পর্যাপ্ত বা অধিক সংখ্যক সশস্ত্র নিরাপত্তা প্রহরী নিয়োজিত করা এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীদের অস্ত্র চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতেও বলা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকার থেকে এক গ্রাহকের ১৪৯ ভরি সোনার গয়না চুরি যাওয়ার অভিযোগ ওঠে।

রোকেয়া আক্তার বারী নামে ওই গ্রাহক জানিয়েছেন, তিনি দীর্ঘ ১৯ বছর ধরে ওই শাখার লকার ব্যবহার করছেন। গত ২৯ মে দুপুর দেড়টার দিকে তিনি লকার থেকে কিছু স্বর্ণালঙ্কার আনতে যান। শাখার কর্মকর্তারা লকার খুলে দেওয়ার জন্য তাকে লকারের কাছে নিয়ে গেলে দেখতে পান লকারটি আগে থেকেই খোলা রয়েছে।

ইসলামী ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, লকারটি রোকেয়া আক্তার বারী ও তার মেয়ে যৌথভাবে ব্যবহার করতেন। লকারটি থেকে সোনার গয়না খোয়া যাওয়ার অভিযোগটি সঠিক কিনা তা খুঁজে বের করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যাংক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে বলে বিবৃতিতে জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত