হারার আগে হার না মানাটা ডিএনএতেই আছে রিয়ালের। বার্সার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েও তাই হাল ছাড়ছেন না কোচ আনচেলোত্তি। লড়াই চালিয়ে যাওয়ার কথাই বললেন তিনি, ‘‘নিজেদের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হারের মৌসুমে আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছি (২০২১-২২ মৌসুম)। আমরা লড়াই থামাব না।’’
বার্সা ম্যাচটা খেলেছে হাইলাইন ডিফেন্সে। তাতে বারবার অফসাইডের ফাঁদে পড়েছেন রিয়ালের আক্রমণত্রয়ী এমবাপ্পে, ভিনিসিয়ুস আর বেলিংহাম। এমবাপ্পেই অফসাইড হয়েছেন ৮ বার, পুরো দল ১২ বার। সেখানে বার্সা অফসাইড হয়েছে কেবল একবার। ফাঁদ এড়াতে পারলে বার্সা গোল বন্যায় ভেসে যেতে পারত। সেটা হয়নি বলে উল্টো রিয়াল হেরেছে ৪-০ গোলে।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা–সৌদি আরবের ম্যাচটিও ছিল এমনই। সেদিন হাইলাইন ডিফেন্সে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে সৌদি আরব।
এমবাপ্পের ৮বার অফসাইডের ফাঁদে পড়া নিয়ে আনচেলোত্তি জানালেন, ‘‘হাইলাইন ডিফেন্সের বিপক্ষে এমবাপ্পের অফসাইড হওয়াটা স্বাভাবিক ছিল। ৩ বা ৪টা ভালো সুযোগ তৈরি করেছিল ও। বার্সাও কিন্তু এই মৌসুমে ৬৫বারের মতো অফসাইড হয়েছে। আমরা এই ম্যাচে হয়েছি ১২বার। নিজেদের ট্যাকটিক্স নিয়ে কোনো অনুশোচনা নেই আমার। প্রথম ৬০ মিনিট ভালো খেলেছি আমরা। ফুটবলে আছি ৪৮ বছর। তাই আমি যখন বলছি বিরতির আগে ভালো খেলেছি, সেটা মিথ্যে নয়।’’
Carlo Ancelotti shared words with Hansi Flick with his side 4-0 down at home to Barca in ElClásico. pic.twitter.com/GEjSU8kOFx
— ESPN FC (@ESPNFC) October 26, 2024
রাফিনিয়ার করা ম্যাচের শেষ গোলটি উদযাপনের সময় ডাগ আউটের চেয়ার ছেড়ে উঠে গিয়েছিলেন হান্সি ফ্লিকের সহকারীরা। ফ্লিকের দিকে আঙুল তুলে তখন রিয়াল কোচ আনচেলোত্তিকে কিছু একটা বলতে দেখা যায়। এ নিয়ে আনচেলোত্তি জানালেন, ‘‘ফ্লিক নয়, ওর সহকারীর সঙ্গে একটু সমস্যা হয়েছিল। সে অভদ্রোচিতভাবে আমাদের বেঞ্চের সামনে উদযাপন করছিল। আমি ফ্লিককে সেটা বলেছি আর সেও মেনে নিয়েছে।’’
সেভিয়াকে ৫-১, বায়ার্নকে ৪-১ গোলে বিধ্বস্ত করার পর রিয়ালকেও ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সা। তাতে কোচ হান্সি ফ্লিকের সন্তুষ্টি, ‘‘এটাই কি আমার সেরা সপ্তাহ। সবসময় বলেছি বার্সায় কাজ করে আর এই শহরে থেকে খুশি আমি। খুব ভালো একটা ম্যাচ খেলেছি, খেলোয়াড়রা ১০০ ভাগ দিয়ে খেলেছে।’’
Real Madrid are still on top when it comes to El Clásico 💥⚪️ pic.twitter.com/y4oep3BdBe
— OneFootball (@OneFootball) October 25, 2024
এই সময়টা এখন উপভোগ করছেন ফ্লিক, ‘‘এই মুহূর্তে আমরা ছন্দে আছি। দলের মানসিকতা অসাধারণ। আমরা এই জয়টা উপভোগ করতে পারি। খেলোয়াড়দের দুই দিনের ছুটি দিয়েছি। উপভোগের জন্য দিনটা ভালো।’’
১৭ বছর ১০৬ দিনে গোল করা লামিনে ইয়ামাল এখন এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা। গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদযাপন করেছিলেন তিনি। তাতে কাঁটা ঘায়ে নুনের ছিটা পড়ে রিয়াল ভক্তদের।
ম্যাচ শেষে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ইয়ামাল লিখেছেন ‘‘কালমা, অভিযান সম্পন্ন।’’