Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

৪৩৪ দিন পর আতলেতিকোর দুর্গ জয় বার্সেলোনার

qq
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

নিজেদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানো দুর্গই বানিয়ে ফেলেছিল আতলেতিকো মাদ্রিদ। লা লিগায় এখানে ২০২৩ সালের ৮ জানুয়ারির পর হারেনি তারা। ডিয়েগো সিমিওনির দল কাল (রবিবার) ৪৩৪ দিন পর হারল বার্সেলোনার কাছে। তাও ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে রীতিমতো। সবশেষ লিগে এই মাঠে জিতেছিল বার্সাই।

কাতালানদের হয়ে একটি করে গোল জোয়াও ফেলিক্স, রবার্ত লেভানদোস্কি ও ফের্মিন লোপেসের। একবার লক্ষ্যভেদের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে ম্যাচের নায়ক লেভানদোস্কি। ২০১৪-১৫ মৌসুমের পর এই মাঠে এবারই প্রথম ৩ গোল করল বার্সা।

এই জয়ে জিরোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল বার্সা। রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৯ ম্যাচে ৭২ আর কাতালানদের সমান ম্যাচে ৬৪।

বিরতির আগেই মেজাজ হারিয়ে লালকার্ড দেখেছিলেন বার্সা কোচ জাভি। তবে লা লিগার শিরোপা নিয়ে হাল ছাড়ছেন না তিনি, ‘‘আমরা যেভাবে চাইছিলাম, খেলেছি প্রায় সেভাবেই। আমরা বার্সা, কখনও হাল ছাড়ি না। মৌসুমের মর্যাদার দুটি শিরোপার (লা লিগা, চ্যাম্পিয়নস লিগ) জন্যই লড়াই করব শেষ পর্যন্ত।’’

লা লিগায় এই মৌসুমে নিজেদের মাঠে ১৪ ম্যাচের ১৩টিই জিতেছিল আতলেতিকো, ড্র করেছিল একটি। সেই যাত্রা থামানোর শুরুটা করেন আতলেতিকো থেকেই বার্সায় যাওয়া জোয়াও ফেলিক্স। ৩৮ মিনিটে গুনদোয়ানের পাস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে কাটব্যাক করেন লেভানদোস্কি।  ছয় গজ বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শে বল জালে পাঠান ফেলিক্স। 

৪৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লেভানদোস্কি। রাফিনিয়ার বাড়ান বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে গোলটি করেন তিনি। 

৬৫ মিনিটে বক্সের ডান দিক থেকে লেভানদোস্কির ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন  লোপেস। ইনজুরি টাইমে ভিতর রককে বক্সের বাইরে ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা। 

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত