গোল উৎসব চলছেই বার্সেলোনার। এবার চ্যাম্পিয়নস লিগে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে বিধ্বস্ত করল তারা। বুধবার জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। একবার করে বল জালে পাঠান রাফিনিয়া, ইনিগো মার্তিনেস ও ফারমিন লোপেস। তিনটি অ্যাসিস্ট ডিফেন্ডার জুলস কুন্দের।
কাতালানদের বড় জয়ের রাতে হেরে গেছে আর্সেনাল ও পিএসজি। ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। এবারের চ্যাম্পিয়নস লিগে এটাই প্রথম হার আর্সেনালের। শুধু তাই নয় এবারের আসরে বুধবারই প্রথম বল জড়াল তাদের জালে। অপর ম্যাচে নিজেদের মাঠে ইনজুরি টাইমের গোলে আতলেতিকোর কাছে ২-১ ব্যবধানে হেরেছে পিএসজি। জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারিয়েছে বেনফিকাকে।
চ্যাম্পিয়নস লিগের ফল
রেড স্টার ২ : ৫ বার্সেলোনা
ইন্টার ১ : ০ আর্সেনাল
পিএসজি ১ : ২ আতলেতিকো
বায়ার্ন ১ : ০ বেনফিকা
স্টুটগার্ট ০ : ২ আতালান্তা
মোনাকোর মাঠে হেরে আসার পর চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে চার বা এর বেশি গোল করে জিতল বার্সেলোনা। ১৯৫৯-৬০ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে চার বা বেশি গোল করল হান্সি ফ্লিকের ছোঁয়ায় বদলে যাওয়া দলটি। সবশেষ সাত ম্যাচে তাদের গোল ২৯টি। এর মধ্যে রিয়ালের জালেও বল পাঠিয়েছে ৪ বার।
বেলগ্রেডের রাইকো মিতিচ স্টেডিয়ামে অবশ্য তৃতীয় মিনিটেই বল জড়িয়েছিল বার্সার জালে। তবে অফসাইডের জন্য গোল হয়নি। এরপর ১৩তম মিনিটে রাফিনিয়ার ফ্রি কিক থেকে হেডে কাতালানদের এগিয়ে দেন ইনিগো মার্তিনেস। ২৭তম মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতা ফেরায় বেলগ্রেড।
প্রথম ৩০ মিনিট খেলা দেখে মনে হয়নি এভাবে বিধ্বস্ত হবে বেলগ্রেড। ৪৩ মিনিটে ব্যবধান ২-১ করেন লেভানদোস্কি। ৫৩তম মিনিটে জুলস কুন্দে ডান পাশ থেকে বক্সের সামনে বাড়ানো বলে ৩-১ করেন লেভাই। উয়েফার প্রতিযোগিতায় এটা বার্সার ৭০০তম গোল।
ফরাসি রাইট ব্যাক কুন্দের অ্যাসিস্টে ৫৫তম মিনিটে রাফিনিয়া ও ৭৪তম মিনিটে অপর গোলটি ফারমিন লোপেসের। টানা তৃতীয় জয় পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে এসেছে বার্সা।
এদিকে সান সিরোয় বুধবার রাতে ১-০ গোলে আর্সেনালকে হারিয়েছে সিমোনে ইনজাগির ইন্টার মিলান। বিরতির ঠিক আগে হাকান কালহানোগলু পেনাল্টি থেকে করেন একমাত্র গোলটি। আর্সেনালের বক্সে মিডফিল্ডার মিকেল মেরিনোর হাতে বল লাগলে পেনাল্টি পায় ইন্টার। তবে ম্যাচজুড়ে ৬০ শতাংশ বলের দখল নিয়ে পোস্টে ২০টি শট নিয়েও গোলের দেখা পায়নি আর্সেনাল।
প্যারিসে ১৪তম মিনিটে জাইর-এমিরির গোলে আতলেতিকোর বিপক্ষে এগিয়ে গিয়েছিল পিএসজিই। চার মিনিট পরই আতলেতিকোর হয়ে সমতা ফেরান নাহুয়েল মোলিনা। ৯০ মিনিট শেষে ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে আনহেল কোরেয়ার গোলে নাটকীয় জয়ে মাঠ ছাড়ে আতলেতিকো।