Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
কোপা দেল রে

তরেসের হ্যাটট্রিক, ১১ বছর পর শেষ চারে রিয়াল-বার্সা-আতলেতিকো

4
[publishpress_authors_box]

স্প্যানিশ ফুটবলের তিন পরাশক্তি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ঘুরে ফিরে লা লিগা জিতছে তারাই। কিন্তু কোপা দেল রে’তে এই তিন পরাশক্তি একসঙ্গে সেমিফাইনাল খেলেনি ২০১৩-১৪ মৌসুমের পর। খরাটা কাটিয়ে ১১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শেষ চারে তারা।

রিয়াল, আতলেতিকো সেমিফাইনাল নিশ্চিত করেছিল আগেই। বৃহস্পতিবার ফেররান তরেসের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালের টিকিট পেল বার্সেলোনাও। অপর দুটি গোল ফেরমিন লোপেস ও লামিনে ইয়ামালের। ওসাসুনাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে রিয়াল সোসিয়েদাদও।

শেষ চারের ড্র অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি। সেমিফাইনালের প্রথম লেগ ২৫ ও ২৬ ফেব্রুয়ারি আর দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১ ও ২ এপ্রিল। সেভিয়ার মাঠে ফাইনাল ২৬ এপ্রিল।

গত ২৬ জানুয়ারি লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। ১১ দিনের ব্যবধানে আবারও একই প্রতিপক্ষের জালে গোল উৎসব করল হান্সি ফ্লিকের দল। এবার প্রথম ৩০ মিনিটে বার্সার হয়ে হ্যাটট্রিক করেছেন ভ্যালেন্সিয়ারই সাবেক খেলোয়াড় ফেররান তরেস। প্রিয় ক্লাবের বিপক্ষে তিন গোলের পর তরেস জানালেন, ‘‘মাঠের বাইরে আমি ভ্যালেন্সিয়ার ভক্ত, ওদের জন্য শুভকামনা। খারাপ লাগছে এভাবে ভ্যালেন্সিয়াকে হারতে দেখে।’’

তৃতীয় মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাসে বক্সে ছুটে গিয়ে প্রথম স্পর্শে নিচু শটে বল জালে পাঠান তরেস। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ইয়ামালের শট গোলরক্ষকের পা ছুঁয়ে পোস্টে লেগে ফেরার পর সুযোগটা নষ্ট করেননি তরেস। ২৩তম মিনিটে পেদ্রির পাসে ব্যবধান ৩-০ করেন লোপেস। ৩০তম মিনিটে পেদ্রির ক্রসে রাফিনিয়া হয়ে বল পেয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস।

বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেছেন তরেস।

শুরুর আধাঘণ্টায় ৪ গোলে পিছিয়ে পড়ায় ভ্যালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়াম ছাড়তে শুরু করেন অনেক দর্শক। ৫৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেকটা ঠুকেন ইয়ামাল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত