স্প্যানিশ সুপার কাপ আর কোপা দেল রে’তে অন্য গ্রহের ফুটবলই খেলেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের মতো দলকে ৫-২ গোলে বিধ্বস্ত করে তারা জিতেছে সুপার কাপের শিরোপা। সেই বার্সাই বিবর্ণ লা লিগায়। শনিবার গেতাফের সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা। এ নিয়ে গেতাফের মাঠে সবশেষ ৫ ম্যাচেই জয়হীন কাতালানরা।
এছাড়া লা লিগায় সবশেষ ৮ ম্যাচের ৭টিতে পয়েন্ট হারাল বার্সা। এই আট ম্যাচে তাদের হার চারটি, ড্র তিনটি আর জয় কেবল একটি। লা লিগার অপর ম্যাচে লেগানেসের কাছে ১-০ গোলে হেরেছে আতলেতিকো মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৫ জয়ের পর এটাই প্রথম হার তাদের।
লেগানেসের হয়ে ৪৯তম মিনিটে একমাত্র গোলটি নাস্তাসিকের। অথচ ম্যাচ জুড়ে দাপটে খেলা আতলেতিকোর তিনটি শট ফিরে পোস্টে লেগে। এমনকি ইনজুরি টাইমে পেনাল্টিও মিস করেছেন আন্তোয়ান গ্রিয়েজমান!
Barcelona are now winless in FIVE games against Getafe at the Estadio Coliseum 🤯🏟️ pic.twitter.com/2D0vUm0dBF
— OneFootball (@OneFootball) January 18, 2025
২০ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে এক নম্বরে। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ।
গেতাফের মাঠে ৭৮ শতাংশ বলের দখল রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বার্সেলোনা। গেতাফের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল।
নবম মিনিটে জুলস কুন্দের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। পেদ্রির পাসে কুন্দের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক এগিয়ে এসে ঠেকালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। কুন্দে বল বের করে নিয়ে পাঠান জালে।
Kounde fouled the keeper before scoring for Barcelona
— 𝐍𝐢𝐤𝐨𝐥𝐚𝐬🏖️ (@NikolasRMFC) January 18, 2025
But even that wasn’t enough for that washed club to break their 5 years curse at Getafe’s Coliseum pic.twitter.com/aWYY1ta8zN
৩৪তম মিনিটে সমতায় ফিরে গেতাফে। কোবা দা কস্তার ভলি গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া ফেরালেও, ফিরতি বল কাছেই থাকা মাউরো আরামবারির পায়ে লেগে জড়ায় জালে। এরপর বার্সা আক্রমণের ঢেউ তুললেও গোলের দেখার পায়নি আর।
ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন বার্সার আলেহান্দ্রো বাল্দে। এ নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছেন কাতালান কোচ হান্সি ফ্লিকও, ‘‘ফুটবলে এর জায়গা নেই। এ ধরনের মানুষদের বাড়িতে থাকা উচিত।’’