শনিবার লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ বার্সেলোনার। ভ্যালেন্সিয়ার মুখোমুখি হওয়ার পাঁচ দিন আগে বিধ্বস্তই হলো হান্সি ফ্লিকের দল। হুয়ান গাম্পার ট্রফিতে ফ্রান্সের মোনাকো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানদের, যা লা লিগা শুরুর আগে বড় ধাক্কা।
মৌসুম শুরুর আগে প্রতি বছরই নিজেদের মাঠে হুয়ান গাম্পার ট্রফি নামে একটা প্রীতি ম্যাচ খেলে বার্সেলোনা। ২০১২ সালের পর এই ম্যাচটা নিয়মিতই জিতে এসেছে তারা। ২০১২ সালে ইতালির সাম্পদোরিয়া হারিয়েছিল তাদের। এর ১২ বছর পর আবারও মিলল হারের তেতো স্বাদ।
প্রাক-মৌসুম প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র সফরে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বার্সেলোনা। তবে মোনাকোর কাছে হারটাকে বড় করে দেখছেন না অধিনায়ক টের স্টেনেগান, ‘‘আশা করছি এটা একটা দূর্ঘটনা। মোনাকো প্রতিদ্বন্দ্বীতা করতে তৈরি হয়ে এসেছিল, ওরা খুবই ভালো দল। লা লিগা শুরুর আগে এই হারটা আমাদের জন্য ভালো একটা সতর্কবার্তা।’’
বিরতির আগে গোলশূন্য সমতা ছিল ম্যাচে। ৫০ মিনিটে প্রথম গোল করেন লামিনে কামারা। ৫৭ মিনিটে ব্যারল এমবরো ব্যবধান দ্বিগুণ করার পার বার্সার কফিনে শেষ পেরেকেটা ৮৬ মিনিটে ঠুকেন ক্রিস্তিয়ান মাউইশা।